Orbis International-এর প্রধান উদ্দেশ্য কী?
A
প্রযুক্তি উন্নয়ন
B
প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ প্রদান
C
চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
D
খাদ্য সরবরাহ
উত্তরের বিবরণ
অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International):-
-
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
-
এটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল (Flying Eye Hospital) হিসেবে পরিচিত।
-
মূল কাজ: বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ ও চক্ষু সেবা উন্নয়ন।
-
প্রতিষ্ঠা: ১৯৮২ সালে।
-
সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (Derek Hodkey)।
-
মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ, চোখের চিকিৎসা ও প্রশিক্ষণ সেবা প্রদান।
🔹 বাংলাদেশে কার্যক্রম:
অরবিস ইন্টারন্যাশনাল প্রথমবার ১৯৮৫ সালে বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।
উৎস: Orbis International ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
Created: 4 weeks ago
A
১৯৪৮, ফ্রান্স
B
১৯৪৯, সুইজারল্যান্ড
C
১৯৬১, রােম
D
১৯৫২, লন্ডন
International Union for Conservation of Nature (IUCN) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফনটেনব্লু শহরে।
-
সদর দপ্তর: সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
-
সদস্য ও বিশেষজ্ঞ: বর্তমানে প্রায় ১,৪০০ সদস্য এবং প্রায় ১৭,০০০ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত।

0
Updated: 4 weeks ago
ন্যাটো’র সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
হেগ, নেদারল্যান্ডস
B
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
অটোয়া, কানাডা
ন্যাটো শীর্ষ সম্মেলন ২০২৫
-
স্থান: হেগ, নেদারল্যান্ড
-
সময়: ২৪–২৫ জুন (দুই দিনব্যাপী)
-
মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয়
ন্যাটো (NATO) সম্পর্কে তথ্য:
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organization
-
গঠিত: ৪ এপ্রিল, ১৯৪৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে
-
ধরন: রাজনৈতিক ও সামরিক জোট
-
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন
-
বর্তমান সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি
-
বর্তমান সদস্য: ৩২টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
ন্যাটোর মুসলিম দেশসমূহ: তুরস্ক ও আলবেনিয়া
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট (আগস্ট, ২০২৫)
উৎস: NATO ওয়েবসাইট

0
Updated: 2 months ago
'Loss and Damage Fund'- কোন COP সভার প্রধান ফলাফল ছিল?
Created: 1 month ago
A
COP27, শর্ম আল-শেখ
B
COP21, প্যারিস
C
COP26, গ্লাসগো
D
COP15, কোপেনহেগেন
Loss and Damage Fund মূলত একটি আন্তর্জাতিক তহবিল, যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়। এ তহবিলটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
-
প্রস্তাব গৃহীত হয়: ২৭তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP-27)।
-
মূল উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোতে সৃষ্ট ক্ষতি ও ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তা প্রদান।
-
দায়ী পক্ষ: জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
-
প্রতিশ্রুতি: ২০০৯ সালে উন্নত দেশগুলো প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
-
তহবিল প্রতিষ্ঠা: দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালে শার্ম এল-শেখে চুক্তির মাধ্যমে Loss and Damage Fund প্রতিষ্ঠিত হয়।
-
লক্ষ্য: জলবায়ু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা।

0
Updated: 1 month ago