A
আলালের ঘরের দুলাল
B
আনন্দমঠ
C
দেবী চৌধুরাণী
D
পুতুলনাচের ইতিকথা
উত্তরের বিবরণ
পুতুলনাচের ইতিকথা
-
মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: "সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।" তাঁর উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ তে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ লক্ষ্য করা যায়।
-
উপন্যাসের শুরু হয় বজ্রাঘাতে নিহত হারু ঘোষের বর্ণনা দিয়ে।
-
নায়ক শশী ডাক্তার বিজ্ঞানের ছাত্র হলেও, তার মধ্যে মড়াস্পর্শ অনুচিতসহ নানা কুসংস্কার কার্যকর থাকে।
-
উপন্যাসে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
-
‘পুতুলনাচের ইতিকথা’য় পুতুল বলতে বোঝানো হয়েছে সেই মানুষগুলোকে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো সামান্য ধাক্কাতেই অন্যের ইশারায় পরিচালিত হয়।
-
উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম প্রভৃতি।
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মানদীর মাঝি
-
পুতুলনাচের ইতিকথা
-
শহরতলী
-
চিহ্ন
-
চতুষ্কোণ
-
সার্বজনীন
-
আরোগ্য ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 2 days ago
'মুখরা রমণী বশীকরণ' নাটকটি অনুবাদ করেন কে?
Created: 1 week ago
A
মামুনুর রশীদ
B
সেলিম আল দীন
C
মুনীর চৌধুরী
D
সেলিনা হোসেন
‘মুখরা রমণী বশীকরণ’ নাটক
-
মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of The Shrew (টেমিং অব দি শ্রু) অনুবাদ করেন ‘মুখরা রমণী বশীকরণ’ নামে (১৯৭০ সালে)। এটি একটি পাঁচ অঙ্কের কমেডি নাটক।
-
নাটকের কাহিনি: পদুয়া নামক স্থানের এক ধনী ব্যক্তি ব্যাপ্টিস্তার দুই কন্যা ছিল— ক্যাথেরিনা ও বিয়াঙ্কা।
-
ক্যাথেরিনা ছিলেন অত্যন্ত মুখরা ও জেদি স্বভাবের।
-
অন্যদিকে বিয়াঙ্কা ছিলেন রূপবতী ও কোমলস্বভাবা।
-
-
ভেরোনা নামক স্থানের যুবক পেট্রুশিও ক্যাথেরিনার অহংকার ভেঙে তাকে বিবাহ করেন।
-
মুনীর চৌধুরী নিজেই মন্তব্য করেছিলেন: “কাহিনিটি স্থুল, কিন্তু এতে যে হাস্যরস আছে তা সতেজ, সরস ও উপভোগ্য।”
মুনীর চৌধুরীর অনুবাদ নাটকসমূহ
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে?
Created: 1 week ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
-
প্যারীচাঁদ মিত্র ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন একজন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
তাঁর ছদ্মনাম ছিল ‘টেকচাঁদ ঠাকুর’।
-
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতনামা শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষা সম্পন্ন করেন।
-
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে তিনি সর্বাধিক পরিচিত।
-
তাঁর শ্রেষ্ঠ কীর্তি ‘আলালের ঘরের দুলাল’, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত।
-
রচনারীতি ও ভাষাগত দিক থেকে এ উপন্যাস বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করে।
-
এজন্য তাঁকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক এবং সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয়।
তাঁর উপন্যাসসমূহ
-
আলালের ঘরের দুলাল
-
আধ্যাত্নিকা
-
অভেদী
তাঁর একমাত্র প্রহসন
-
মদ খাওয়া বড় দায়—জাত থাকার কি উপায়
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
Created: 1 month ago
A
শেখ নিয়ামত শাকের
B
জহির রায়হান
C
সুভাষ দত্ত
D
খান আতা
[সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হয়েছে।]
• ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক হলেন শেখ নিয়ামত আলী এবং মসিহউদ্দিন শাকের।
- আবু ইসহাক রচিত ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাস অবলম্বনে ছবিটি ১৯৭৯ সালে নির্মিত হয়।
- এটি ছিলো সরকারি অনুদানে নির্মিত প্রথম চলচ্চিত্র।
---------------------------
• 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
- ১৯৫৫সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ।
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী'।
- জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
• উপন্যাসের অন্যান্য চরিত্র:
- হাসু,
- মায়মুন,
- শাফি,
- ডা. রমেশ চক্রবর্তী,
- মোরল গদু ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং প্রথম আলো রিপোর্ট।

0
Updated: 1 month ago