মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র ছিলো-
A
শিখা
B
প্রগতি
C
কল্লোল
D
ক্রান্তি
উত্তরের বিবরণ
শিখা
-
শিখা ছিল মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
-
১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজ থেকেই এর প্রকাশনা শুরু।
-
প্রথম সংখ্যার প্রকাশকাল: চৈত্র ১৩৩৩ বঙ্গাব্দ (৮ এপ্রিল ১৯২৭ খ্রি.)।
-
এটি বছরে একবার প্রকাশিত হতো।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন প্রথম সংখ্যার সম্পাদক।
-
পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত হয়।
-
আর মুদ্রণ কাজটি সম্পন্ন হয়েছিল মুন্সি আহমদ আলীর সাত রওজা (ঢাকা) ইসলামিয়া প্রেসে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত 'বাঁধনহারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
Created: 3 weeks ago
A
১১টি
B
১৩টি
C
১৫টি
D
১৮টি
কাজী নজরুল ইসলামের ‘বাঁধনহারা’ তাঁর প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস এবং এতে মোট ১৮টি পত্র অন্তর্ভুক্ত রয়েছে।
উপন্যাস সংক্রান্ত তথ্য:
-
কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে এই উপন্যাস রচনা শুরু করেন।
-
এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা ইত্যাদি
কাজী নজরুল ইসলামের অন্যান্য উপন্যাস:
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
উৎস:

0
Updated: 3 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়' -এর রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
আল মাহমুদ
B
শওকত আলী
C
সেলিনা হোসেন
D
শওকত ওসমান
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জাহান্নম হইতে বিদায়’ রচনা করেছেন শওকত ওসমান। উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এবং যুদ্ধকালীন সময়ের ভয়াবহতা, মধ্যবিত্তের পলায়ন, ও পাকিস্তানি সেনাদের বর্বরতা তুলে ধরে।
• জাহান্নম হইতে বিদায়:
-
শওকত ওসমানের ‘জাহান্নম হইতে বিদায়’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত ও প্রকাশিত একটি উপন্যাস।
-
১৯৭১ সালে লেখক কলকাতায় অবস্থানকালীন সময় এই গ্রন্থ রচনা করেন এবং এটি প্রকাশিত হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
-
প্রকাশের পর উপন্যাসটি পশ্চিমবঙ্গের বাঙালি পাঠক এবং স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদ সৃষ্টি করে।
-
প্রচলিত ধারার উপন্যাসের মতো কোনো একক নায়ক এখানে নেই; বরং নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
-
পাকিস্তানিদের বর্বরতায় যখন সোনার বাংলা পরিণত হয় শ্মশানে, তখন উপন্যাসে উঠে আসে সেই প্রতিবাদী সুর—“সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া, তোমার আসামির মতো জবাব দিতে হবে।”
-
উপন্যাসের চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতার মাধ্যমে লেখক তুলে ধরেছেন পাক সেনাদের নিষ্ঠুরতা ও যুদ্ধকালীন বাস্তবতা।
-
এখানে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্ত শ্রেণির চিত্রও গভীরভাবে অঙ্কিত হয়েছে।
• উল্লেখযোগ্য চরিত্র:
-
গাজী রহমান
-
এডভোকেট রেজা আলী
-
বামপন্থী নেতা কিরণ রায়
• শওকত ওসমান:
-
তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তাঁর জন্ম।
-
তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, আর সাহিত্যিক নাম শওকত ওসমান।
-
‘জাহান্নম হইতে বিদায়’ তাঁর রচিত অন্যতম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
-
জননী
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাংগী
-
পুরাতন খঞ্জর
• তাঁর রচিত প্রবন্ধ:
-
সংস্কৃতির চড়াই উৎরাই
-
মুসলিম মানসের রূপান্তর
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
-
ওটেন সাহেবের বাংলো
-
তারা দুই জন
-
ক্ষুদে সোশালিস্ট

0
Updated: 2 weeks ago
'বৈকুণ্ঠের উইল' উপন্যাস কে রচনা করেছেন?
Created: 1 week ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও চিত্রশিল্পী, যিনি সমকালীন সমাজ ও মানুষের জীবনের সূক্ষ্ম দিকগুলো তাঁর রচনায় ফুটিয়ে তুলেছেন। সাহিত্য ও চিত্রকর্মে অসাধারণ অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।
-
জন্ম ও মৃত্যু: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।
-
চিত্রকর্ম: বার্মায় বসবাসকালে তাঁর অঙ্কিত ‘মহাশ্বেতা’ অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম হিসেবে খ্যাত।
-
সন্মাননা ও পুরস্কার: সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কুন্তলীন পুরস্কার (১৯০৩), জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি (১৯৩৬) লাভ করেন।
উপন্যাস:
-
বড়দিদি
-
বিন্দুর ছেলে ও অন্যান্য
-
পরিণীতা
-
বৈকুণ্ঠের উইল
-
পল্লীসমাজ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
নিষ্কৃতি
-
শ্রীকান্ত (৪ খন্ড)
-
দত্তা
-
গৃহদাহ
-
রামের সুমতি
-
বিরাজবৌ
-
দেনা-পাওনা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন

0
Updated: 1 week ago