”সংশপ্তক” উপন্যাসের উপজীব্য বিষয় কী?
A
নদীয়ার চাঁদ সড়কের জীবন
B
পল্লী বাংলার বাস্তব জীবন
C
গ্রামীণ চাষীদের জীবন
D
নগর ও গ্রামীণ জীবন
উত্তরের বিবরণ
সংশপ্তক উপন্যাস
-
রচয়িতা: শহীদুল্লাহ কায়সার
-
সংশপ্তক শব্দটি মহাভারত থেকে গৃহীত, যার অর্থ— জীবনমরণ পণ করে যুদ্ধ করা সৈনিকরা।
-
এ উপন্যাসে বায়ান্নর ভাষা আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন ও রূপান্তর চিত্রিত হয়েছে।
-
হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন ও অসাম্প্রদায়িক চেতনা এ উপন্যাসের মূল প্রতিপাদ্য।
-
ঢাকা ও কলকাতার নাগরিক পরিবেশ এবং বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশ মিলিয়ে সমগ্র বাংলাদেশের জীবনযাত্রা প্রতিফলিত হয়েছে।
-
উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল প্রমুখ।
শহীদুল্লাহ কায়সার
-
জন্ম: ১৬ ফেব্রুয়ারি ১৯২৭, ফেনী।
-
পূর্ণ নাম: আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
জহির রায়হান তাঁর সহোদর ভাই।
-
সাংবাদিকতা শুরু করেন সাপ্তাহিক ইত্তেফাক-এ যোগদানের মাধ্যমে।
-
১৪ ডিসেম্বর ১৯৭১ মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে ঢাকার বাসভবন থেকে অপহৃত হন এবং আর ফিরে আসেননি।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোনটি ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয়?
Created: 3 weeks ago
A
মনোরমা
B
পশুপতি
C
হেমচন্দ্র
D
কুন্দনন্দিনী
‘মৃণালিনী’ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ঐতিহাসিক উপন্যাস (১৮৬৯)।
-
উপন্যাসটির পটভূমি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ এবং তুর্কি আক্রমণ।
-
কাহিনীর মূল কেন্দ্রে রয়েছে মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয়, এবং দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতা।
-
এছাড়াও, রহস্যময়ী নারী মনোরমার কাহিনি উপন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এই উপন্যাসে বঙ্কিমের দেশাত্মবোধ এবং ইতিহাস জিজ্ঞাসা প্রকাশিত হয়েছে।
-
ইতিহাসের ঘটনার প্রেক্ষাপটে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনি উপন্যাসের কেন্দ্রীয় বিষয়।
-
উপন্যাসে ঐতিহাসিক উপাদান নিয়ে জীবনকেন্দ্রিক বর্ণনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নোট: কুন্দনন্দিনী ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয়, এটি ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র।

0
Updated: 3 weeks ago
'ইন্দ্রনাথ' - কোন উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র?
Created: 3 weeks ago
A
চরিত্রহীন
B
বড়দিদি
C
শ্রীকান্ত
D
দেনা-পাওনা
শ্রীকান্ত উপন্যাস
-
লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
ধরন: আত্মজৈবনিক উপন্যাস
-
প্রকাশ: ৪ খণ্ডে
-
প্রথম খণ্ড: মাসিক ‘ভারতবর্ষে’ (১৯১৬-১৭), শিরোনাম ‘শ্রীকান্তের ভ্রমণ কাহিনী’, লেখকের নাম মুদ্রিত ‘শ্রীশ্রীকান্ত শর্মা’
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ড: মাসিক ‘ভারতবর্ষে’
-
চতুর্থ খণ্ড: প্রকাশিত ‘বিচিত্র’ পত্রিকায়
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
শ্রীকান্ত
-
ইন্দ্রনাথ
-
রাজলক্ষ্মী
-
অন্নদিদি
উৎস:

0
Updated: 3 weeks ago
কোনটি উপন্যাস নয়?
Created: 1 month ago
A
দিবারাত্রির কাব্য
B
হাঁসুলী বাঁকের উপকথা
C
কবিতার কথা
D
পথের পাঁচালী
মুনীর চৌধুরীর নাটক ও অনুবাদ
১. মুখরা রমণী বশীকরণ:
-
মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of The Shrew নাটকটি অনুবাদ করে বাংলা ভাষায় উপস্থাপন করেছেন মুখরা রমণী বশীকরণ (১৯৭০)।
-
এটি পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি কমেডি নাটক।
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ: পদুয়া শহরের ধনী দুই কন্যা, ক্যাথেরিনা এবং বিয়াঙ্কা। ক্যাথেরিনা তীক্ষ্ণ ও মুখর, আর বিয়াঙ্কা খুব সুন্দরী। ভেরোনা শহরের যুবক পেট্রুশিও ক্যাথেরিনার অহংকার ভেঙে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
-
মুনীর চৌধুরীর নিজের মন্তব্য অনুযায়ী, নাটকের কাহিনী স্থুল হলেও হাস্যরসটি সতেজ, সরস ও আনন্দদায়ক।
২. কবর নাটক:
-
মার্কিন নাট্যকার ইরভিন শ’র Bury The Dead নাটক থেকে প্রেরণা নিয়ে, বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘কবর’ নাটক রচিত হয়েছে।
-
মূল থিমটি অনুকরণ হলেও, ‘কবর’ একটি অনুবাদ নাটক নয়।
-
নাটকে সমাধি থেকে মানুষের আত্মার পুনরুত্থান ঘটার ঘটনার অনুকরণ আছে, যা মূল Bury The Dead নাটকে দেখা যায়।
৩. মুনীর চৌধুরীর জীবন ও সৃজন:
-
মুনীর চৌধুরী (জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ) ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
-
শিক্ষা ও কর্মজীবনের পাশাপাশি তিনি বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
৪. মুনীর চৌধুরীর নাটকসমূহ:
-
মৌলিক নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য
-
অনুবাদ নাটক: কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago