রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
A
রাজনীতি
B
বুদ্ধিজীবী সম্প্রদায়
C
সংবাদ মাধ্যম
D
যুবশক্তি
উত্তরের বিবরণ
গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের ভূমিকা
গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমকে “চতুর্থ স্তম্ভ” বলা হয়। কারণ, সংবাদমাধ্যম রাষ্ট্র ও সমাজে সত্য ঘটনা তুলে ধরে জনগণকে সচেতন করে তোলে।
তবে সংবাদপত্রের স্বাধীনতা যদি সঠিকভাবে ব্যবহার না হয়, কিংবা যদি কোনো স্বার্থে অসত্য বা ভ্রান্ত তথ্য ছড়ানো হয়, তবে তা জাতি ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
বিখ্যাত ব্যক্তিদের মতামত:
-
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা থমাস জেফারসন একবার বলেছিলেন—
“আমাকে যদি বিকল্প দেওয়া হয়— সংবাদপত্রবিহীন সরকার, নাকি সরকারবিহীন সংবাদপত্র— তবে আমি দ্বিতীয়টিই বেছে নেব।” -
ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন—
“চারটি আক্রমণাত্মক সংবাদপত্র হাজার বেয়নেটের চেয়েও ভয়ংকর।” -
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, যেখানে স্বাধীন গণমাধ্যম থাকে, সেখানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সুযোগ থাকে না।
গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান স্তম্ভসমূহ:
সংবাদমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হলেও, মূলত গণতান্ত্রিক শাসনব্যবস্থা তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। এগুলো হলো—
১. আইন বিভাগ
২. শাসন বিভাগ
৩. বিচার বিভাগ
এই তিনটি স্তম্ভ একে অপরকে ভারসাম্য বজায় রেখে শাসনকার্য পরিচালনায় সহায়তা করে।
উৎস: কালের কণ্ঠ, ১০ জানুয়ারি ২০১৮, পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
কোনটিকে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ বলা হয়?
Created: 1 month ago
A
নৈতিক মূল্যবোধ
B
জনপ্রশাসন
C
অর্থনৈতিক প্রবৃদ্ধি
D
গণতন্ত্র
সুশাসন ও গণতন্ত্র
-
সুশাসনের ধারণা:
-
'Governance' বা গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা।
-
বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র ও প্রেক্ষাপট থেকে গভর্নেন্স শব্দটি ব্যাখ্যা করা হয়েছে।
-
রাজনৈতিক ব্যবস্থায় গভর্নেন্সকে সাধারণত শাসনের ব্যবস্থা হিসেবে দেখা হয়।
-
-
গণতন্ত্র:
-
সুশাসনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য।
-
গণতন্ত্র হলো সুশাসন প্রতিষ্ঠার প্রাণ।
-
সুশাসনের জন্য আইনের শাসন প্রয়োজন।
-
উল্লেখযোগ্য বিষয়:
-
জি. বিলন, OECD ও UNDP সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সুশাসনের কিছু আদর্শ ও কার্যকরী বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
-
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
-
গণতন্ত্র
-
অংশগ্রহণ প্রক্রিয়া
-
নৈতিক মূল্যবোধ
-
স্বাধীন বিচার বিভাগ ইত্যাদি
-

0
Updated: 1 month ago
সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিষ্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে-
Created: 2 weeks ago
A
১৯৯০ খ্রিষ্টাব্দে
B
২০০৫ খ্রিষ্টাব্দে
C
১৯৯২ খ্রিষ্টাব্দে
D
২০০২ খ্রিষ্টাব্দে
বিশ্বব্যাংক, UNDP, এবং Asian Development Bank (ADB) বিভিন্ন সময়ে সুশাসন (Good Governance) সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছে এবং এর গুরুত্ব তুলে ধরেছে। সুশাসন মূলত একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হয়, যা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
• বিশ্বব্যাংক ও সুশাসন:
-
'সুশাসন' ধারণাটি বিশ্বব্যাংক প্রথম উদ্ভাবন করে।
-
১৯৮৯ সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় প্রথমবার Good Governance শব্দটি ব্যবহৃত হয়।
-
সমীক্ষায় বলা হয়, উন্নয়নশীল দেশে অনুন্নয়নের মূল কারণ হলো সুশাসনের অভাব।
-
১৯৯৪ সালে বিশ্ব ব্যাংক সংজ্ঞা দেয়, যেখানে বলা হয় যে, "Governance হলো সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি।"
-
২০০০ সালে বিশ্বব্যাংক উল্লেখ করে যে, সুষ্ঠু গভর্নেন্স চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।
-
১৯৯২ সালে প্রকাশিত "Governance and Development" রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা এবং এর প্রয়োগের গুরুত্ব তুলে ধরে।
• UNDP:
-
১৯৯৭ সালে UNDP "Governance for Sustainable Human Development" নামে একটি নীতি বা policy প্রকাশ করে।
-
এতে সুশাসনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
• Asian Development Bank (ADB):
-
১৯৯৫ সালে ADB "Governance: Sound Development Management" রিপোর্টে সুশাসন ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছে।

0
Updated: 2 weeks ago
কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন কৱেন?
Created: 1 month ago
A
হ্যারল্ড উইলসন
B
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
C
জন স্টুয়ার্ট মিল
D
ইমানুয়েল কান্ট
ইমানুয়েল কান্ট ছিলেন একজন প্রখ্যাত জার্মান নীতিবিজ্ঞানী, যিনি নৈতিকতা ও দার্শনিক চিন্তাধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত এবং তার নীতিবিদ্যার মূলকথা তিনটি বিষয়কে কেন্দ্র করে: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
নীতিশাস্ত্রে তাঁর গুরুত্বপূর্ণ রচনা:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
-

0
Updated: 1 month ago