A
১০%
B
২০%
C
৩৬%
D
৪০%
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে-
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr২
২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r
ক্ষেত্রফল হবে = π(০.৮r)২
= ০.৬৪πr২
∴ ক্ষেত্রফল কমে = πr২ - ০.৬৪πr২
= ০.৩৬πr২
∴ ক্ষেত্রফল ৩৬% কমে।

0
Updated: 2 days ago
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-
Created: 2 days ago
A
QRPNF
B
NRMND
C
ORNMG
D
NRMNC
প্রশ্ন:
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as –
শব্দ LOYAL কে কোড করা হয়েছে এভাবে –
-
L → J (২ ধাপ পেছনে গেছে)
-
O → O (অপরিবর্তিত)
-
Y → W (২ ধাপ পেছনে)
-
A → A (অপরিবর্তিত)
-
L → J (২ ধাপ পেছনে)
অর্থাৎ এখানে নিয়ম হলো:
👉 প্রথম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 দ্বিতীয় অক্ষর অপরিবর্তিত
👉 তৃতীয় অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 চতুর্থ অক্ষর অপরিবর্তিত
👉 পঞ্চম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
এখন একই নিয়ম PRONE শব্দে প্রয়োগ করি –
-
P → N (২ ধাপ পেছনে)
-
R → R (অপরিবর্তিত)
-
O → M (২ ধাপ পেছনে)
-
N → N (অপরিবর্তিত)
-
E → C (২ ধাপ পেছনে)
সুতরাং, PRONE এর কোড হবে NRMNC
চূড়ান্ত উত্তর:
PRONE → NRMNC ✅

0
Updated: 2 days ago
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
Created: 5 days ago
A
৪ কেজি
B
৬ কেজি
C
৮ কেজি
D
১০ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = ৩ মি.
বামদিকের বস্তুর ওজন w1= ? কেজি
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ৪ মি.
ডানদিকের বস্তুর ওজন w2=৬ কেজি
এখন,
d1 × w1 = d2 × w2
বা, ৩ × w1 = ৪ × ৬
বা, w1 = (৪ × ৬)/৩
বা, w1 = ২৪/৩
∴ w1 = ৮

0
Updated: 5 days ago
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
Created: 5 days ago
A
OPT
B
NOON
C
SOS
D
OTTO
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
সমাধান:
• আয়নায় প্রতিফলিত হলে OTTO শব্দটির কোন পরিবর্তন হবে না।
• ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
• i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।


0
Updated: 5 days ago