একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
A
দায়িত্বশীলতা
B
নৈতিকতা
C
দক্ষতা
D
সরলতা
উত্তরের বিবরণ
নৈতিকতা: যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের শ্রেষ্ঠ গুণ
একজন দক্ষ প্রশাসক ও ভালো ব্যবস্থাপকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো নৈতিকতা। কারণ নৈতিকতা মানুষের আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে সঠিক দিকনির্দেশনা দেয়।
নৈতিকতার বৈশিষ্ট্য
-
নৈতিকতা হলো মানুষের ভেতরের ধ্যান-ধারণা ও মূল্যবোধের সমষ্টি।
-
এটি একটি মানসিক বিষয়, যা মানুষের চিন্তা ও আচরণকে নিয়ন্ত্রণ করে।
-
বিবেক ও মানবিক মূল্যবোধ নৈতিকতাকে পরিচালিত করে।
-
নৈতিকতা ব্যক্তিগত জীবন যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি সমাজজীবনকেও প্রভাবিত করে।
-
তাই নৈতিকতাকে মানবজীবনের অন্যতম নৈতিক আদর্শ বলা হয়।
দার্শনিক ও বিশেষজ্ঞদের মতামত
-
সক্রেটিস বলেছেন: “সৎ গুণই জ্ঞান” (Virtue is knowledge)।
-
জোনাথান হেইট (Jonathan Haidt)-এর মতে, নৈতিকতার উৎস হলো ধর্ম, ঐতিহ্য ও মানবীয় আচরণ।
-
নীতিবিদ ম্যুর বলেছেন: শুভর প্রতি ভালোবাসা এবং অশুভর প্রতি বিরাগই নৈতিকতার মূল ভিত্তি।
-
Collins English Dictionary-এর সংজ্ঞা অনুযায়ী: “Morality is concerned with human behaviour, especially the distinction between good and bad and right and wrong behaviour.”
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক

0
Updated: 1 month ago
'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
Created: 1 week ago
A
অ্যারিস্টটল
B
বার্ট্রান্ড রাসেল
C
হার্বার্ট স্পেন্সার
D
ইমানূয়েল কান্ট
ইমানুয়েল কান্ট একজন প্রখ্যাত জার্মান নীতিবিজ্ঞানী যিনি নৈতিকতা এবং নীতিশাস্ত্রের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তাঁর নীতিবিদ্যার মূলমন্ত্র তিনটি গুরুত্বপূর্ণ ধারণার ওপর ভিত্তি করে:
-
সৎ ইচ্ছা (Good Will) – মানুষের কর্মের সত্যিকারের মূল্য তার ইচ্ছার সততার ওপর নির্ভর করে, ফলাফলের ওপর নয়।
-
কর্তব্যের জন্য কর্তব্য (Duty for Duty’s Sake) – নৈতিক কাজ করা উচিত শুধুমাত্র কর্তব্যের জন্য, ব্যক্তিগত স্বার্থ বা লাভের কারণে নয়।
-
শর্তহীন আদেশ (Categorical Imperative) – এমন নীতি যা সর্বদা এবং সকল পরিস্থিতিতে প্রযোজ্য, কোন শর্তের ওপর নির্ভরশীল নয়।
কান্টের দর্শনে “কর্তব্যমুখী নৈতিকতা (Deontological Ethics)” বা “Duty-Based Morality” অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনো কর্মের ফলাফলের পরিবর্তে কর্মের প্রকৃতি ও উদ্দেশ্যকে মূল্যায়ন করে। এই কারণে তাকে কর্তব্যের নৈতিকতার প্রবর্তক বলা হয়।
নীতিশাস্ত্র ও দর্শনের উপর তার গুরুত্বপূর্ণ রচনা সমূহ:
-
Groundwork for the Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ‘শোষণমুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিতকরণ’-এর কথা বর্ণিত রয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ৮
B
অনুচ্ছেদ ৯
C
অনুচ্ছেদ ১০
D
অনুচ্ছেদ ১১
বাংলাদেশের সংবিধান: ধারা ১০
মূল বক্তব্য:
-
সংবিধানের ১০ অনুচ্ছেদে বলা হয়েছে, মানুষকে মানুষের শোষণ থেকে মুক্ত রেখে ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ গঠনের নিশ্চয়তা দিতে হবে।
-
এর জন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন।
লক্ষ্যসমূহ:
১. প্রতিটি মানুষ যেন অন্য কোনো মানুষের শোষণের শিকার না হয়।
২. সমাজে অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করা।
৩. ধনী ও গরিবের মধ্যে বৈষম্য কমানো।
৪. সমাজে ন্যায় এবং মানবিকতা প্রতিষ্ঠা করা।
৫. প্রত্যেককে তার অধিকার ও সুযোগের সমান ভাগ নিশ্চিত করা।

0
Updated: 1 week ago
বাংলাদেশ সরকারিভাবে দুর্নীতি বিরোধী দিবস পালন করে কত সাল থেকে?
Created: 1 week ago
A
২০১২ সালে
B
২০১৫ সালে
C
২০১৭ সালে
D
২০০৫ সালে
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
-
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে এ দিবস পালন শুরু করে।
-
যদিও কমিশন প্রতিবার দিবসটি পালন করলেও, আগে সরকারিভাবে দেশে এ দিবস উদযাপিত হতো না।
-
২০১৬ সালের ২৭ ডিসেম্বর, কমিশন মন্ত্রিপরিষদ বিভাগকে একটি পত্র পাঠায় ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের অনুরোধ জানিয়ে।
-
এর প্রেক্ষিতে সরকার ১৮ জুলাই, ২০১৭ তারিখে ৯ ডিসেম্বরকে সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
-
একই সঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণীভুক্ত করা হয়।
-
২০১৭ সালে প্রথমবারের মতো সরকারিভাবে এ দিবস উদযাপিত হয়।

0
Updated: 1 week ago