A
বুধবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৮ = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন
মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬
∴ ১ অক্টোবর হবে শুক্রবার + ৬ দিন = বৃহস্পতিবার

0
Updated: 2 days ago
ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
Created: 1 week ago
A
১৫০°
B
৬০°
C
৯০°
D
১২০°
প্রশ্ন: ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= |- ৪৮০ /২ |
= |- ২৪০ |
= ২৪০°
∴ উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ২৪০°
= ১২০°

0
Updated: 1 week ago
২ এর কত শতাংশ ৮ হবে?
Created: 5 days ago
A
২০০
B
৪০০
C
৩৪৫
D
৩০০
প্রশ্ন: ২ এর কত শতাংশ ৮ হবে?
সমাধান:
ধরি,
২ এর ক শতাংশ হবে ৮
প্রশ্নমতে,
∴ ২ এর ক/১০০ = ৮
বা, ২ক = ৮ × ১০০
∴ ক = ৪০০

0
Updated: 5 days ago
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
Created: 2 days ago
A
পিছনে
B
সামনে
C
ডান পার্শ্বে
D
বাম পার্শ্বে
কোনো নৌকাকে দ্রুত এগিয়ে নিতে হলে বৈঠা পেছনের দিকে ব্যবহার করতে হয়। মাঝি যখন বৈঠা দিয়ে পানিকে পিছনের দিকে ঠেলে দেয়, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে (Action–Reaction Law) পানি বৈঠার ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে।
এই প্রতিক্রিয়া বলের সামনের দিকের উপাংশই নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। একইভাবে, মাঝি লগি দিয়ে ভূমিকে ঠেলে দিলে ভূমি সমান ও বিপরীত বল দেয়, যা নৌকাকে সামনের দিকে চালিত করে।
উৎস: নিউটনের গতি সূত্র (তৃতীয় সূত্র), পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর।

0
Updated: 2 days ago