কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
A
পিছনে
B
সামনে
C
ডান পার্শ্বে
D
বাম পার্শ্বে
উত্তরের বিবরণ
কোনো নৌকাকে দ্রুত এগিয়ে নিতে হলে বৈঠা পেছনের দিকে ব্যবহার করতে হয়। মাঝি যখন বৈঠা দিয়ে পানিকে পিছনের দিকে ঠেলে দেয়, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে (Action–Reaction Law) পানি বৈঠার ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে।
এই প্রতিক্রিয়া বলের সামনের দিকের উপাংশই নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। একইভাবে, মাঝি লগি দিয়ে ভূমিকে ঠেলে দিলে ভূমি সমান ও বিপরীত বল দেয়, যা নৌকাকে সামনের দিকে চালিত করে।
উৎস: নিউটনের গতি সূত্র (তৃতীয় সূত্র), পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর।

0
Updated: 2 days ago
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
Created: 5 days ago
A
৬
B
৭
C
২৮
D
২৯
প্রশ্ন: ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
সমাধান:
এখানে দুইটি ধারা আছে।
বিজোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ১ম ধারা: ৩, ৪, ৫, ৬
জোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ২য় ধারা: ৭, ১৪, ২১
∴ ধারাটির অষ্টম সংখ্যা হবে ২য় ধারার ৪নং পদ অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮

0
Updated: 5 days ago
প্রাণদ : জল : : মহীজ : ?
Created: 1 week ago
A
সম্বর
B
গ্রহ
C
নিঃসর্গ
D
অশ্ব
প্রশ্ন: প্রাণদ : জল : : মহীজ : ?
সমাধান:
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন।
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।
অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল যার অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ।
"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।
অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ।
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।
উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
Created: 2 days ago
A
মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
B
চিকন হাতলের ড্রাইভারকে বেশি বার ঘুরাতে হবে
C
দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
D
কোনোটিই নয়
প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কাঠবোর্ডের ভেতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কী ঘটবে?
সহজ ব্যাখ্যা:
যে স্ক্রু-ড্রাইভারই ব্যবহার করা হোক না কেন, দুটো স্ক্রুকেই সমান সংখ্যকবার ঘোরাতে হবে। কারণ, স্ক্রু-ড্রাইভারের হাতল মোটা হোক বা চিকন, একবার ঘোরালে সেটি সম্পূর্ণ ৩৬০° ঘোরে, আর তার সাথে স্ক্রুটিও সমানভাবে ৩৬০° ঘুরে কাঠে প্রবেশ করে।
তবে পার্থক্য হলো—
-
মোটা হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার ঘোরাতে কম বল (force) প্রয়োজন হবে, কারণ হাতল যত মোটা, ঘোরানোর জন্য লিভারের দূরত্ব তত বেশি হয়।
-
চিকন হাতলে সেই সুবিধা নেই, তাই তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করতে হয়।
ফলাফল:
দুই স্ক্রুকেই সমান বার ঘোরাতে হবে, কিন্তু মোটা হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে কাজ করা তুলনামূলকভাবে সহজ হবে।
উৎস: পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র অনুযায়ী বলবিদ্যা (Mechanics) → "Moment of Force" বা "Torque" এর নীতি।

0
Updated: 2 days ago