A
৪০
B
১২৫
C
৯০
D
১৪০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৫-এর কত শতাংশ ৭ হবে-
সমধান:
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।
প্রশ্নানুসারে,
৫ক/১০০ = ৭
⇒ ক = (৭ × ১০০)/৫
∴ ক = ১৪০

0
Updated: 2 days ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 week ago
A
স্বশুর
B
শ্বসুর
C
শশুর
D
শ্বশুর
শুদ্ধ বানান - শ্বশুর
শ্বশুর (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ: স্বামী বা স্ত্রীর পিতা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 week ago
ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
Created: 1 week ago
A
১৫০°
B
৬০°
C
৯০°
D
১২০°
প্রশ্ন: ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= |- ৪৮০ /২ |
= |- ২৪০ |
= ২৪০°
∴ উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ২৪০°
= ১২০°

0
Updated: 1 week ago
আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
Created: 1 week ago
A
১০
B
১৫
C
০৫
D
০৩
প্রশ্ন: আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
সমাধান:
আধুলি মানে পঞ্চাশ পয়সা আর সিকি মানে পঁচিশ পয়সা।
৫টা আধুলি = ৫ × ৫০
= ২৫০ পয়সা
৮ টা সিকি = ৮ × ২৫
= ২০০ পয়সা
৫ টাকা = ৫ × ১০০ = ৫০০ পয়সা
বাকী থাকে ৫০০ -(২৫০ + ২০০) পয়সা
= ৫০ পয়সা
∴ ১০ পয়সা লাগবে ৫ টি

0
Updated: 1 week ago