২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
A
বুধবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৮ = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন
মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬
∴ ১ অক্টোবর হবে শুক্রবার + ৬ দিন = বৃহস্পতিবার

0
Updated: 1 month ago
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
Created: 1 month ago
A
২৬৩
B
২৩৩
C
২৫৩
D
২৪১
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে :
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।
২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১ × ২৩

0
Updated: 1 month ago
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
Created: 1 month ago
A
৬টি
B
৭টি
C
৮টি
D
১০টি
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:

চিত্র অনুসারে,
ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC।
সুতরাং মোট ত্রিভুজ ৮টি।

0
Updated: 1 month ago
যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
Created: 1 month ago
A
TERE
B
TEER
C
TREE
D
FREE
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ৩য় বর্ণ- X
অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।

0
Updated: 1 month ago