Telephone : Cable : : Radio:?
A
Microphone
B
Wireless
C
Electricity
D
Wire
উত্তরের বিবরণ
প্রশ্ন: Telephone : Cable : : Radio :?
সমাধান:
Telephone সাধারণত তারযুক্ত (Cable) প্রযুক্তি ছিল।
Radio হলো তারবিহীন (Wireless) প্রযুক্তি।

0
Updated: 1 month ago
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
Created: 1 month ago
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
প্রশ্ন: ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
সমাধান:
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে ছিলেন।
কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ ফিরালেন।
এরপর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ আবার পূর্ব দিকে আপনার মুখ ফিরালেন। তাই আপনার মুখ এখন পূর্বদিকে আছে।

0
Updated: 1 month ago
“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।”
Created: 1 month ago
A
আইয়ুব খান
B
ইয়াহিয়া খান
C
ভুট্টো
D
কিসিঞ্জার
প্রশ্ন: “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।”
সমাধান:
তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন।
তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা এসেম্বলীতে বসবো। আমি বললাম, এসেম্বলীর মধ্যে আলোচনা করবো; এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।
- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

0
Updated: 1 month ago
নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
Created: 1 month ago
A
পিতল
B
তামা
C
লোহা
D
টিন
প্রশ্ন: নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
সমাধান:
পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত।
তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।

0
Updated: 1 month ago