ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
সমাধান:
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে ছিলেন।
কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ ফিরালেন।
এরপর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ আবার পূর্ব দিকে আপনার মুখ ফিরালেন। তাই আপনার মুখ এখন পূর্বদিকে আছে।

0
Updated: 1 month ago
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
Created: 1 month ago
A
ক এর মামা চ
B
ক এর খালু চ
C
চ এর নানা ক
D
ক এর চাচা চ
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।

0
Updated: 1 month ago
ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
Created: 1 month ago
A
পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
B
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
C
এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
D
অন্য কোন কারণ আছে
প্রশ্ন: ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
সমাধান:
- উত্তর ক হবে না কারণ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে।
• পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে সাধারণত আরও দ্রুত পৌঁছানো যায় কারণ এই দিকের যাত্রায় বিমানের সুবিধা হয় জেট স্ট্রিম নামক দ্রুত বায়ুপ্রবাহের, যা সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে চলে। এর ফলে, পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে বিমানকে সহায়ক বাতাস মেলে, যা সময়কে কম করতে সাহায্য করে। অপরদিকে, পূর্ব থেকে পশ্চিমে উড়লে বাতাসের বিপরীত প্রবাহের কারণে সময় বেশি লাগতে পারে।
∴ সঠিক উত্তর ঘ) অন্য কোন কারণ আছে

0
Updated: 1 month ago
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
Created: 1 month ago
A
২৬৩
B
২৩৩
C
২৫৩
D
২৪১
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে :
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।
২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১ × ২৩

0
Updated: 1 month ago