কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
A
পাবক
B
বহ্নি
C
হুতাশন
D
প্রজ্বলিত
উত্তরের বিবরণ
অগ্নি শব্দের সমার্থক শব্দ
অগ্নি শব্দের একাধিক সমার্থক শব্দ রয়েছে। সেগুলো হলো—
-
অনল
-
আগুন
-
পাবক
-
বহ্নি
-
হুতাশন
-
দহন
-
বৈশ্বানর
-
সর্বভূক
-
সর্বশুচি
অর্থাৎ, এই সবগুলো শব্দই কোনো না কোনোভাবে “অগ্নি” বা “আগুন”-এর অর্থ প্রকাশ করে।
প্রজ্বলিত এর অর্থ
প্রজ্বলিত শব্দের অর্থ হলো—
-
জ্বলছে এমন
-
জ্বলন্ত
-
প্রদীপ্ত
সহজভাবে বলা যায়, “যা আগুনে দাউদাউ করে জ্বলছে” তাই হলো প্রজ্বলিত।উৎসঃ বাংলা একাডেমি প্রণীত বাংলা একাডেমি অভিধান

0
Updated: 1 month ago
"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 3 weeks ago
A
পুস্কর
B
রাজীব
C
অরবিন্দ
D
অদ্রি
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "অদ্রি" হলো "পদ্ম" শব্দের সমার্থক নয়।
-
পদ্ম এর সমার্থক: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি
-
অদ্রি: পর্বত শব্দের সমার্থক
উৎস:

0
Updated: 3 weeks ago
অম্বর এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
পৃথিবী
B
জল
C
সমুদ্র
D
আকাশ
‘অম্বর’ এর প্রতিশব্দ → ‘আকাশ’।
বাংলা ভাষায় ‘আকাশ’ বোঝাতে বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করা হয়। যেমন—
-
অম্বর
-
ব্যোম
-
গগন
-
আসমান
-
নীলিমা
-
শূন্যলোক
-
অন্তরিক্ষ
-
সুরপথ
-
অভ্র
-
দ্যূলোক
-
অম্বরতল
-
অনন্ত ইত্যাদি।
একইভাবে অন্য শব্দেরও অনেক সমার্থক শব্দ আছে—
‘জল’ এর প্রতিশব্দ:
অম্বু, নীর, উদক, সলিল, পানি, বারি, অপ, তোয়, জীবন, অর্ণঃ।
‘মেঘ’ এর প্রতিশব্দ:
বারিদ, জলধর, অম্বুদ, নীরদ, পয়োধর, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, বলাহক।
‘পৃথিবী’ এর প্রতিশব্দ:
ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

0
Updated: 1 month ago
নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -
Created: 3 weeks ago
A
লহরী
B
অনল
C
বিধু
D
কবরী
প্রশ্ন: নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ?
সমাধান:
-
'কেশ' এর প্রতিশব্দ হলো কবরী
-
'কেশ' এর আরও কিছু প্রতিশব্দ: চুল, অলক, কেশ, চিকুর, কুন্তল, কবরী
অন্যদিকে:
-
'লহরী': ঢেউ
-
'বিধু': চাঁদ
-
'অনল': আগুন
উৎস:

0
Updated: 3 weeks ago