A
OECD
B
ECO
C
G-7
D
Red Cross
উত্তরের বিবরণ
OECD (Organisation for Economic Co-operation and Development)
OECD একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, যার লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক নীতিমালার উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর জীবনমান উন্নয়ন করা।
মূল তথ্যসমূহ:
-
পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬১
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
প্রতিষ্ঠাতা দেশ: ২০টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩৮টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
-
প্রকার: একটি অর্থনৈতিক জোট
ঐতিহাসিক প্রেক্ষাপট:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের "মার্শাল প্ল্যান"-এর অধীনে ১৯৪৮ সালে গঠিত হয় The Organisation for European Economic Cooperation (OEEC)। এই সংস্থাটি ছিল বর্তমান OECD-এর পূর্বসূরী। পরবর্তীতে ১৯৬১ সালে এর রূপান্তর ঘটে OECD-তে।
✳ অন্যান্য সংস্থার সদরদপ্তর:
-
ECO (Economic Cooperation Organization): তেহরান
-
G-7 (Group of Seven): নির্দিষ্ট কোনো স্থায়ী সদরদপ্তর নেই
-
Red Cross (International Committee of the Red Cross): জেনেভা, সুইজারল্যান্ড
উৎস: OECD অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
নিউইয়র্কে
B
রোমে
C
জেনেভায়
D
অটোয়ায়
FAO (Food and Agriculture Organization)
FAO হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক একটি সংস্থা।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়।
-
FAO জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসেবে স্বীকৃতি পায় ১৪ ডিসেম্বর, ১৯৪৬ তারিখে।
-
এর সদর দপ্তর রয়েছে রোম, ইতালিতে।
-
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি — এর মধ্যে ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে।
-
বর্তমান মহাপরিচালক হচ্ছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
FAO জাতিসংঘের ECOSOC (অর্থনৈতিক ও সামাজিক পরিষদ)-এর অধীনে পরিচালিত হয়। সংস্থাটির প্রধান লক্ষ্য হলো বিশ্বজুড়ে ক্ষুধা দূর করা এবং সব মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।
এই সংস্থার প্রতিষ্ঠার দিন ১৬ অক্টোবরকে বিশ্বজুড়ে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ FAO-র সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
তথ্যসূত্র: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
জাপানের নাগাসাকিতে
B
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
C
রাশিয়ার আশখাবাদে
D
কানাডার ভেঙ্কুবারে
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন ফ্রান্সের ফন্টেব্লিউতে অনুষ্ঠিত হয়।
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।
উৎস: IUCN ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
EU কী ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
অর্থনৈতিক
B
রাজনৈতিক
C
অর্থনৈতিক ও রাজনৈতিক
D
সামাজিক
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
ইউরোপিয়ান ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় অঞ্চলের দেশসমূহ নিয়ে গঠিত।
🔹 প্রতিষ্ঠা:
-
তারিখ: ১ নভেম্বর, ১৯৯৩
-
চুক্তি: মাস্ট্রিচ চুক্তি
-
এই চুক্তির মাধ্যমেই ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
সদর দপ্তর
-
ব্রাসেলস, বেলজিয়াম — এখানেই EU-এর প্রধান দপ্তর অবস্থিত।
সদস্য দেশসংখ্যা
-
মোট সদস্য দেশ: ২৭টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
সর্বশেষ যোগদানকারী দেশ
-
ক্রোয়েশিয়া — সর্বশেষ দেশ হিসেবে EU-তে যোগ দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ
১. অস্ট্রিয়া
২. বেলজিয়াম
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
৬. চেক প্রজাতন্ত্র
৭. ডেনমার্ক
৮. এস্তোনিয়া
৯. ফিনল্যান্ড
১০. ফ্রান্স
১১. জার্মানি
১২. গ্রীস
১৩. হাঙ্গেরি
১৪. আয়ারল্যান্ড
১৫. ইতালি
১৬. লাটভিয়া
১৭. লিথুয়ানিয়া
১৮. লুক্সেমবার্গ
১৯. মাল্টা
২০. নেদারল্যান্ডস
২১. পোল্যান্ড
২২. পর্তুগাল
২৩. রোমানিয়া
২৪. স্লোভাকিয়া
২৫. স্লোভেনিয়া
২৬. স্পেন
27. সুইডেন
উৎস: ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago