আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
A
AFTA
B
APTA
C
SAPTA
D
SAFTA
উত্তরের বিবরণ
AFTA (ASEAN Free Trade Area)
AFTA বা আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা হলো আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এটি আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে গঠন করা হয়।
মূল তথ্যসমূহ:
-
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ২৮ জানুয়ারি, চতুর্থ আসিয়ান সামিটে।
-
এই চুক্তি কার্যকর হয় ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে।
-
বর্তমানে AFTA এর সদস্য সংখ্যা ১০টি, যেগুলো হলো:
-
মালয়েশিয়া
-
ইন্দোনেশিয়া
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ভিয়েতনাম
-
কম্বোডিয়া
-
লাওস
-
থাইল্যান্ড
-
ব্রুনাই
-
মায়ানমার
-
AFTA এর মাধ্যমে এসব দেশ নিজেদের মধ্যে শুল্কহার হ্রাস ও বাণিজ্য অক্ষমতা দূর করে মুক্ত বাণিজ্য পরিবেশ সৃষ্টি করছে।
উৎস: আসিয়ান ওয়েবসাইট
0
Updated: 5 months ago
নিম্নের কোন চুক্তির ফলশ্রুতিতে 'আন্তর্জাতিক শ্রম সংস্থা' প্রতিষ্ঠা লাভ করে?
Created: 3 weeks ago
A
লন্ডন চুক্তি
B
ভার্সাই চুক্তি
C
জেনেভা চুক্তি
D
প্যারিস চুক্তি
ILO (International Labour Organization) এর বিষয়টি শ্রম, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক শ্রম নীতির সাথে সম্পর্কিত। এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির পর প্রতিষ্ঠিত হয়,
যা বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নের জন্য তৈরি হয়েছিল। পরবর্তীতে, ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
-
Full form: International Labour Organization
-
প্রতিষ্ঠা: ১৯১৯, ভার্সাই চুক্তির পর
-
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি: ১৪ ডিসেম্বর ১৯৪৬
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৭ দেশ
-
বাংলাদেশের সদস্যপদ: ২২ জুন ১৯৭২
-
নোবেল শান্তি পুরস্কার: ১৯৬৯ সালে ILO এই পুরস্কার লাভ করে
0
Updated: 3 weeks ago
নিচের কোনটি জৈব নিরাপকিয়েটো প্রটোকলত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি?
Created: 1 month ago
A
কিয়েটো প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
নাগোয়া প্রটোকল
D
বাসেল কনভেনশন
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
প্রকৃতি: জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
গৃহীত: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
স্বাক্ষরকারী দেশ: ১৭৩টি
অন্য প্রাসঙ্গিক চুক্তি:
-
কিয়েটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
-
নাগোয়া প্রটোকল: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল
0
Updated: 1 month ago
USMCA চুক্তির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি সঠিক?
Created: 1 month ago
A
খাদ্য ও কৃষি বাণিজ্য আধুনিকীকরণ
B
সামরিক জোট সম্প্রসারণ
C
মহাকাশ গবেষণা সহযোগিতা
D
পারমাণবিক অস্ত্র বিস্তার
USMCA হল একটি তিন দেশের মুক্ত বাণিজ্য চুক্তি যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে সুসংহত করতে তৈরি করা হয়েছে। এটি পূর্ববর্তী NAFTA চুক্তির পরিবর্তে আধুনিককরণ ও বাণিজ্যিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে কার্যকর করা হয়েছে।
-
পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement
-
ধরন: মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement)
-
সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জুলাই, ২০২০
-
পূর্ববর্তী চুক্তি: NAFTA (North American Free Trade Agreement), যা ১৯৯৪ সালে কার্যকর হয়েছিল
-
NAFTA কার্যকর হওয়ার পর বিভিন্ন বাণিজ্যিক অসুবিধা ও সমস্যা দেখা দেয়
-
এই সমস্যা সমাধান ও চুক্তি আধুনিক করার জন্য ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়
-
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে USMCA-এর FDI (স্টক) ছিল $৬২৩.১ বিলিয়ন
USMCA চুক্তির মূল বৈশিষ্ট্যগুলো:
-
খাদ্য ও কৃষি বাণিজ্য আধুনিকীকরণ
-
কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন
-
শ্রমিক অধিকার সংরক্ষণ
-
বুদ্ধিজীবী সম্পত্তি সুরক্ষা
0
Updated: 1 month ago