A
Queue
B
Stack
C
Union
D
Array
উত্তরের বিবরণ
স্ট্যাক (Stack) এবং কিউ (Queue)
-
স্ট্যাক (Stack)
-
স্ট্যাক হলো একটি LIFO (Last In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি সর্বশেষ স্ট্যাকে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
স্ট্যাকে নতুন আইটেম যোগ করা হয় Push অপারেশনের মাধ্যমে।
-
স্ট্যাক থেকে আইটেম অপসারণ করা হয় Pop অপারেশনের মাধ্যমে।
-
-
কিউ (Queue)
-
কিউ হলো একটি FIFO (First In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি প্রথমে কিউতে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
-
অ্যারে (Array)
-
একই ধরনের ডেটার একটি ধারাবাহিক গুচ্ছকে অ্যারে বলা হয়।
-
উৎস: Computerhope Website.

0
Updated: 2 days ago
MICR-এর পূর্ণরূপ কি?
Created: 1 week ago
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)

0
Updated: 1 week ago
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Created: 1 week ago
A
Data Definition Language
B
Data Manipulation Language
C
Query Language
D
উপরের সবগুলোই
ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
কম্পিউটার আবিষ্কারের আগে বিভিন্ন তথ্য কাগজপত্র বা ফাইলের স্তুপে জমা রাখা হতো। কিন্তু বর্তমানে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় ডাটাবেজ।
ডাটাবেজের জন্য বিশেষ কিছু ভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ডাটাবেজ ল্যাংগুয়েজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
Data Definition Language (DDL): এ ভাষার সাহায্যে ডাটার ধরণ ও ডেটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
Data Manipulation Language (DML): এর মাধ্যমে ডাটাবেজে তথ্য যোগ, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
-
Query Language: এটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খোঁজা বা ডেটার উপর বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়।
-
এছাড়া QUEL, QBE, SQL ইত্যাদিও বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজ।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
Created: 5 days ago
A
B
A. A = 1
C
A + A = 2A
D
উপরের কোনোটিই নয়
• বুলিয়ান অ্যালজেবরা: বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
• বুলিয়ান উপপাদ্য: সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago