A
RAM
B
ROM
C
Mercury Delay Lines
D
Registors
উত্তরের বিবরণ
EDSAC
-
EDSAC হলো Electronic Delay Storage Automatic Calculator এর সংক্ষিপ্ত রূপ।
-
এটি নির্মাণ করা হয় ১৯৪৭ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মরিস উইলকস (Maurice Wilkes) এর নেতৃত্বে।
-
১৯৪৯ সালে EDSAC-এ প্রথম প্রোগ্রাম চালানো হয়।
-
কম্পিউটারে ডেটা ইনপুট করার জন্য punched tape ব্যবহার করা হতো।
-
মেমরি হিসেবে ব্যবহার করা হতো Mercury Delay Line Tubes।
-
EDSAC ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 2 days ago
নিচের কোন মেমোরীটি Non-volatile?
Created: 5 days ago
A
SRAM
B
DRAM
C
ROM
D
উপরের সবগুলোই
নন-ভোলাটাইল মেমরি
-
যে ধরনের মেমোরি থেকে বিদ্যুৎ চলে গেলেও তথ্য মুছে যায় না, তাকে নন-ভোলাটাইল মেমোরি বলে।
-
উদাহরণ: ROM (Read Only Memory)।
ভোলাটাইল মেমরি
-
যে মেমোরিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত ডেটা মুছে যায়, তাকে ভোলাটাইল মেমোরি বলে।
-
উদাহরণ: RAM (Random Access Memory)।
SRAM (Static Random Access Memory)
-
SRAM হলো এক ধরনের RAM, যার পূর্ণরূপ Static Random Access Memory।
-
এই মেমোরি ফ্লিপ-ফ্লপ সার্কিট দ্বারা তৈরি হয়।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ একটি বিট (0 বা 1) ধরে রাখে।
-
যতক্ষণ বিদ্যুৎ থাকে, ততক্ষণ ডেটা এতে সংরক্ষিত থাকে।
DRAM (Dynamic Random Access Memory)
-
DRAM এর পূর্ণরূপ হলো Dynamic Random Access Memory।
-
এটি তৈরি হয় MOSFET ট্রানজিস্টর ও ক্যাপাসিটর দিয়ে।
-
ডেটা সংরক্ষণের জন্য ক্যাপাসিটরের চার্জ বারবার রিফ্রেশ করতে হয়, নইলে ডেটা মুছে যায়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
নিচের কোনটি সহায়ক মেমরি?
Created: 2 weeks ago
A
র্যাম
B
হার্ডডিস্ক
C
ক্যাশ মেমরি
D
প্রসেসর
সহায়ক মেমরি (Secondary Memory)
-
কম্পিউটারের সেই মেমরি যেখানে তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযোগ না থাকায় ধীরগতি সম্পন্ন।
-
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলেও তথ্য হারায় না।
উদাহরণ: হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ
অন্যান্য অপশন:
-
র্যাম (RAM): প্রাইমারি মেমরি, দ্রুত যোগাযোগ করে, অস্থায়ী।
-
ক্যাশ মেমরি: প্রাইমারি মেমরির উচ্চগতির অংশ, CPU-এর কাছে।
-
প্রসেসর: মেমরি নয়, CPU হিসেবে হিসাব-নিকাশ সম্পাদন করে।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি 3G Language নয়?
Created: 5 days ago
A
C
B
Java
C
Assembly Language (ভুল উত্তর)
D
Machine Language
প্রোগ্রামিং ভাষা ও প্রজন্মভিত্তিক শ্রেণীবিভাগ
প্রোগ্রামিং ভাষা
কম্পিউটারে প্রোগ্রাম লিখার জন্য ব্যবহৃত শব্দ, অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ও তাদের বিন্যাসের নিয়মকে একত্রে প্রোগ্রামিং ভাষা বলা হয়।
প্রোগ্রামিং ভাষার প্রজন্মভিত্তিক শ্রেণীবিভাগ
প্রোগ্রামিং ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী পাঁচটি প্রজন্মে ভাগ করা যায়:
-
প্রথম প্রজন্ম (১৯৪৫): মেশিন ভাষা (Machine Language) – কম্পিউটারের সরাসরি বোঝার ভাষা।
-
দ্বিতীয় প্রজন্ম (১৯৫০): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language) – মেশিন ভাষার তুলনায় মানুষ একটু সহজভাবে বোঝে।
-
তৃতীয় প্রজন্ম (১৯৬০): উচ্চস্তরের ভাষা (High Level Language / 3G) – ইংরেজি ও গাণিতিক রূপের মতো প্রতীক ব্যবহার করে, মানুষের জন্য সহজ।
-
চতুর্থ প্রজন্ম (১৯৭০): অতি উচ্চস্তরের ভাষা (Very High Level Language) – ডাটাবেস ও অ্যাপ্লিকেশন তৈরিতে আরও সহজ।
-
পঞ্চম প্রজন্ম (১৯৮০): স্বাভাবিক ভাষা (Natural Language) – প্রাকৃতিক ভাষার মতো কমান্ড ব্যবহার।
তৃতীয় প্রজন্মের ভাষার উদাহরণ
FORTRAN, ALGOL, LISP, APL, COBOL, BASIC, PASCAL, C, C++, Perl, Python, Visual Basic, PHP, Java, JavaScript, Scala, Go, Rust, Kotlin।
মোট কথা: মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা 3G (তৃতীয় প্রজন্ম) ভাষা নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 5 days ago