10% মুনাফায় 3000 টাকা এবং ৪% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
A
9%
B
9.2%
C
৪%
D
8.2%
উত্তরের বিবরণ
প্রশ্ন: 10% মুনাফায় 3000 টাকা এবং ৪% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
সমাধান:
10% হারে মুনাফা = (3000 × 1 × 10)/100= 300 টাকা
8% হারে মুনাফা = (2000 × 1 × 8)/100 = 160 টাকা
মোট মুনাফা = 300 + 160 = 460 টাকা
মোট আসল =(3000 + 2000 ) = 5000 টাকা
5000 টাকায় সুদ হয় 460 টাকা
1 টাকায় সুদ হয় 460/5000 টাকা
100 টাকায় সুদ হয় (460 × 100)/5000 টাকা
= 9.2%

0
Updated: 1 month ago
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
Created: 4 weeks ago
A
৭৫০০ টাকা
B
৭৮০০ টাকা
C
৮৫০০ টাকা
D
৯৫০০ টাকা
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
সমাধান:
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা
লোকটির বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১৩০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ১১০৫০)/১৩০ টাকা
= ৮৫০০ টাকা
∴ পূর্বে লোকটির বেতন ছিল = ৮৫০০ টাকা ।

0
Updated: 4 weeks ago
যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
Created: 2 months ago
A
৬
B
৯
C
১২
D
১০
প্রশ্ন: যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
সমাধান:
১০০টি পোষাকের মধ্যে শার্ট ৪০টি
∴১৫টি পোষাকের মধ্যে শার্ট (৪০ × ১৫)/১০০টি
= ৬টি
∴ শার্ট নয় = (১৫ - ৬)টি
= ৯টি

0
Updated: 2 months ago
শতকরা বার্ষিক কত হার মুনাফায় ১ বছরের মুনাফা আসলের ১/৪ অংশ হবে?
Created: 3 weeks ago
A
২৯%
B
৩০%
C
৩৫%
D
২৫%
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার মুনাফায় ১ বছরের মুনাফা আসলের ১/৪ অংশ হবে?
সমাধান:
ধরি,
আসল = ৪ টাকা
মুনাফা = ৪ এর ১/৪ অংশ = ১ টাকা
সময় = ১ বছর
মুনাফার = (আসল × সময় × মুনাফার হার)/১০০
বা, মুনাফার হার = (মুনাফা × ১০০)/(আসল × সময়) = (১ × ১০০)/(৪ × ১) = ২৫
অর্থাৎ মুনাফার হার ২৫% হলে ১ বছরের মুনাফা আসলের ১/৪ অংশ হবে।

0
Updated: 3 weeks ago