TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
A
প্রোগ্রাম
B
প্রোটোকল
C
প্রোগ্রামিং
D
ফ্লোচার্ট
উত্তরের বিবরণ
TCP (Transmission Control Protocol)
-
TCP-এর পূর্ণরূপ হলো Transmission Control Protocol, যা ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
-
এটি ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ওয়েব ব্রাউজিং, ই-মেইল প্রেরণ ইত্যাদি-এ নিরাপদ সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়।
-
TCP-এর মূল কাজ তিনটি ভাগে বলা যায়:
১. বাইট স্ট্রিম সরবরাহ করা – তথ্য ধারাবাহিকভাবে পাঠানোর ব্যবস্থা।
২. সংযোগ স্থাপন করা – প্রেরক ও প্রাপকের মধ্যে নিরাপদ সংযোগ নিশ্চিত করা।
৩. আস্থা স্থাপন করা – তথ্য পাঠানো বা প্রাপ্তির সময় কোন কিছু হারিয়ে গেলে তা পুনরায় পাঠানোর নিশ্চয়তা দেওয়া। -
ছোট ছোট প্রক্রিয়ার মাধ্যমে TCP নিশ্চিত করে যে ফাইলগুলো নিরাপদে পৌঁছাবে, অন্য লিঙ্কে প্রবেশ বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Created: 1 month ago
A
এ্যলুমিনিয়াম
B
প্লাসটিক
C
সিলিকন
D
কোনোটিই নয়
কম্পিউটারের মূল মেমোরি (Primary Memory) তৈরিতে সিলিকন নামক পদার্থ ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত মৌল হলো এই সিলিকন। আধুনিক কম্পিউটার প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রধান কারণ হলো ইন্টিগ্রেটেড সার্কিট (IC), যা মূলত সিলিকন দিয়েই তৈরি হয়।
সিলিকন অন্যান্য পদার্থের তুলনায় সহজলভ্য, কম খরচে পাওয়া যায় এবং অন্য উপাদানের সাথে সহজে মিশে ব্যবহার করা যায়। এ কারণেই কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট তৈরিতে সিলিকনের ব্যাপক ব্যবহার রয়েছে।
উৎস: Illinois Institute of Technology Website

0
Updated: 1 month ago
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-
Created: 1 month ago
A
অর্থ সাশ্রয়
B
সময় সাশ্রয়
C
স্থানের সাশ্রয়
D
উপরের সবকটি
অর্থ সাশ্রয়
- একই ধরনের বহুল ডিভাইস ক্রয়ের পরিবর্তে সবার মধ্যে ভাগ করে নেওয়ার ফলে অনেক বেশি অর্থ সাশ্রয় করা সম্ভব।
- প্রতি ব্যবহারকারীকে আলাদাভাবে ডিভাইস কিনতে হবে না।
সময় সাশ্রয়
- ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার ফলে সময়ের অপচয় রোধ করা সম্ভব হয়।
উদাহরণস্বরূপ, একই সময়ে প্রিন্টার শেয়ার করলে কাজের সময়ের অপচয় রোধ করা যায়।
স্থানের সাশ্রয়
- ডিভাইসগুলো একই স্থানে ভাগাভাগি করে নেওয়ার ফলে কম জায়গায় বেশি কাজ চালানো সম্ভব হয়।
- প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদা ডিভাইস রাখতে হবে না।
তাই, একটি প্রতিষ্ঠানে ডিভাইস শেয়ারিং বা ভাগাভাগি করার প্রধান সুবিধা হলো অর্থ, সময় এবং স্থানের সাশ্রয়।

0
Updated: 1 month ago
নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
Created: 1 month ago
A
Registers
B
SSD
C
RAM
D
Cache memory
রেজিস্টার মেমোরি কম্পিউটারে সবচেয়ে দ্রুত ডাটা এক্সেসের ব্যবস্থা প্রদান করে। পিরামিড আকারে মেমোরি হায়ারার্কিতে, যেখানে শীর্ষে রেজিস্টার অবস্থান করে, সেখানে গতি সর্বাধিক হলেও ধারণক্ষমতা সীমিত এবং খরচ বেশি।
এর বিপরীতে, পিরামিডের পাদদেশে থাকা অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দাম তুলনামূলকভাবে কম। ক্যাশ মেমোরি CD এবং RAM-এর তুলনায় দ্রুততর ডাটা এক্সেস সক্ষমতা প্রদান করে।
-
রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল বর্তনী।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
-
একটি n-বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n-বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
-
রেজিস্টার মেমোরির এক্সেস সময় সবচেয়ে কম।
-
রেজিস্টার প্রসেসরের নিকটতম অবস্থানে থাকায় এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলকভাবে সর্বাধিক।

0
Updated: 1 month ago