ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
A
Simple Message Transmission Protocol
B
Strategic Mail Transfer Protocol
C
Strategic Mail Transmission Protocol
D
Simple Mail Transfer Protocol
উত্তরের বিবরণ
ইমেইল প্রোটোকলসমূহ
ইমেইল সার্ভারে প্রধানত তিনটি প্রোটোকল ব্যবহৃত হয়: POP, IMAP, এবং SMTP।
SMTP:
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত ব্যবহার হয় ইমেইল পাঠানোর জন্য। সাধারণত যে মেইলগুলো অন্যের কাছে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
এই প্রোটোকল আউটগোয়িং মেইল সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে।
-
SMTP সাধারণত পোর্ট 25 এর মাধ্যমে কাজ করে।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 month ago
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
Created: 4 weeks ago
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol

0
Updated: 4 weeks ago
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
Created: 1 month ago
A
বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
B
দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
C
এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
D
কোনোটিই নয়
গেটওয়ে
-
গেটওয়ে ব্যবহার করে একটি নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়।
-
ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক তৈরি করতে গেটওয়ে এবং রাউটার দুটোই ব্যবহার করা হয়।
-
রাউটার সাধারণত একই প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে, কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কও সংযুক্ত করতে সক্ষম।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
Created: 1 month ago
A
Email, DNS
B
MAC Address, IP
C
Domain name, IP
D
Email, IP
DNS সার্ভারের মূল কাজ হলো ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। কারণ, সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মনে রাখা মানুষের জন্য কঠিন, তাই সহজে ব্যবহারযোগ্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
-
ডোমেইন নেম:
-
এটি হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
-
উদাহরণস্বরূপ, www.google.com-এর আইপি অ্যাড্রেস হলো 216.58.212.164।
-
ডোমেইন নেমের বিভিন্ন অংশ থাকে, যা ডট (.) অপারেটর দ্বারা পৃথক করা হয়।
-
-
DNS সার্ভার:
-
DNS বা Domain Name System হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ডোমেইন নেম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
-
এটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
-
যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন সেই নির্দেশনা DNS সার্ভারের কাছে পৌঁছে।
-

0
Updated: 1 month ago