Choose the correct option: By the time we arrive, the movie...
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
উত্তরের বিবরণ
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 4 months ago
Choose the right preposition for the sentence. I count ___ your help.
Created: 2 months ago
A
after
B
upon
C
for
D
with
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
Complete Sentence: I count upon your help.
• Count on someone (phrasal verb with count verb)
English Meaning: to be confident that you can depend on someone.
Bangla Meaning: কারও ওপরে নির্ভর করা।
- count এর পর preposition 'on/ upon' বসে।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
The train is running in time.
B
The train is running on time.
C
The train is running with time.
D
The train is running to time.
সুনির্দিষ্ট সময় বোঝাতে "on time" ব্যবহার করা হয়।
যেমন, ট্রেন ঠিক সময়ে ছেড়ে চলে, তাই বলবো "The train is running on time."
অন্য অপশনগুলো ভুল, কারণ:
-
কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে বা সময়মতো হওয়া বুঝাতে "in time" ব্যবহার হয়।
-
উদাহরণস্বরূপ: "The train came on time but we arrived in time to get good seats."
এখানে ট্রেন নির্দিষ্ট সময়ে এসেছে (on time), আর আমরা সময়ের আগে পৌঁছে ভালো সিট পেয়েছি (in time)।
যেকোনো জিনিস নির্দিষ্ট সময়ে ঠিক ঠিক হলে "on time" এবং সময়ের আগে বা দেরি না করে হলে "in time" ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 2 weeks ago
A
They had left the party before it started raining.
B
They had left the party before it had started raining.
C
They had left the party before it has started raining.
D
They left the party before it start raining.
সঠিক উত্তর:
ক) They had left the party before it started raining.
কারণ ব্যাখ্যা:
Before যুক্ত বাক্যের নিয়ম:
Past Perfect + before + Past Indefinite
মানে, একটা কাজ আগে শেষ হয়ে গেছে (Past Perfect), তার পর আরেকটা কাজ ঘটেছে (Past Indefinite)।
উদাহরণ:
The train had left before we reached the station.
She had finished her homework before her father came home.
ভুল অপশনগুলোর কারণ:
খ) They had left the party before it had started raining.
ভুল, কারণ দুই পাশে Past Perfect ব্যবহার হয় না।
গ) They had left the party before it has started raining.
ভুল, কারণ Past Perfect এর সাথে Present Perfect (has started) ব্যবহার করা যায় না।
ঘ) They left the party before it start raining.
ভুল, কারণ start → started (past tense) হবে।

0
Updated: 2 weeks ago