A
Has started
B
Had started
C
will have started
D
Will start
উত্তরের বিবরণ
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago
Which of the following sentences is the correct one?
Created: 1 week ago
A
My father was in hospital during six weeks in summer
B
In summer during six weeks my father was in hospital
C
My father was in a hospital during six weeks in summer
D
My father was in hospital for six weeks during the summer
• সঠিক বাক্য হবে - My father was in hospital for six weeks during the summer.
-
এমন ধরনের বাক্য গঠনে সাধারণত for ব্যবহৃত হয় সময়ের নির্দিষ্ট পরিমাণ বোঝাতে, যেমন: for six weeks, যেখানে ছয় সপ্তাহ সময়কাল বোঝানো হয়েছে।
-
অন্যদিকে, during ব্যবহার হয় কোনো নির্দিষ্ট সময়সীমা বা সময়ের নাম নির্দেশ করতে, যেমন: during the summer, যেখানে 'গ্রীষ্মকাল' একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়।
-
এই বাক্যে six weeks একটি নির্দিষ্ট সময়কাল বা period of time, তাই তার আগে for ব্যবহৃত হয়েছে।
-
এবং the summer একটি নির্দিষ্ট মৌসুম বা named period, তাই তার আগে during ব্যবহৃত হয়েছে।
অতএব, ব্যাকরণগত নিয়ম অনুযায়ী সঠিক রূপটি:
My father was in hospital for six weeks during the summer. ✅

0
Updated: 1 week ago
Choose the sentence where the gerund is the subject:
Created: 3 months ago
A
She likes painting landscapes.
B
They were painting landscapes.
C
Painting landscapes is relaxing.
D
She has painted landscapes.
Gerund হলো কোনো Verb-এর (ক্রিয়া) -ing রূপ, যা noun-এর মতো ব্যবহৃত হয়।
এখানে Painting landscapes — পুরো অংশটি একটি noun-এর মতো ব্যবহার হয়েছে এবং subject হিসেবে কাজ করছে।
বাক্যটি বোঝাচ্ছে: "চিত্রাঙ্কন করা (painting landscapes) হচ্ছে একধরনের আরামদায়ক কাজ।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) She likes painting landscapes.
→ এখানে "painting" Gerund হলেও Subject নয়, Object (She কী পছন্দ করে? — painting landscapes)।
খ) They were painting landscapes.
→ এখানে "painting" হলো Main Verb (Past Continuous Tense)।
ঘ) She has painted landscapes.
→ এখানে "painted" Past Participle, Gerund নয়।
সুতরাং উত্তর: গ) Painting landscapes is relaxing.

0
Updated: 3 months ago
What is the meaning of 'White Elephant'?
Created: 2 months ago
A
An elephant of white colour
B
A very coslty or troublesome possession
C
A black marketer
D
A hoarder
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose /Very costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago