A
৪০ - ৫০ ভাগ
B
৬০ - ৭০ ভাগ
C
৮০ - ৯০ ভাগ
D
৩০ - ২৫ ভাগ
উত্তরের বিবরণ
প্রাকৃতিক গ্যাস
প্রাকৃতিক গ্যাস হলো শক্তির একটি পরিচিত উৎস। এটি মূলত ভূগর্ভ থেকে আহরণ করা হয় এবং তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজেও প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপের প্রভাবে প্রাকৃতিক গ্যাস গঠিত হয়। এটি সাধারণত পেট্রোলিয়াম কূপের কাছাকাছি পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (Methane)। তাই এটি জীবাশ্ম শক্তির একটি উদাহরণ।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানসমূহ:
-
মিথেন (CH₄): ৮০–৯০% (বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে ৯৫–৯৯%)
-
ইথেন (C₂H₆): প্রায় ১৩%
-
প্রোপেন (C₃H₈): প্রায় ৩%
-
এছাড়া বিউটেন, ইথিলিন এবং নাইট্রোজেনও কিছু পরিমাণে থাকে।
প্রাকৃতিক গ্যাস আমাদের দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি ও পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 days ago
কাজ ও বলের একক যথাক্রমে-
Created: 2 weeks ago
A
নিউটন ও মিটার
B
জুল ও ডাইন
C
ওয়াট ও পাউন্ড
D
প্যাসকেল ও কিলোগ্রাম
কাজ ও বলের একক
-
SI পদ্ধতি:
-
কাজের একক: জুল (J)
-
বলের একক: নিউটন (N)
-
-
C.G.S পদ্ধতি:
-
বলের একক: ডাইন (dyne)
-
কাজের সংজ্ঞা ও একক:
-
কাজ = বল × সরণ
-
এখানে, বলের একক হলো নিউটন (N) এবং সরণের একক হলো মিটার (m)।
-
সুতরাং, কাজের একক হবে নিউটন-মিটার (N·m)।
-
নিউটন-মিটারকে জুল (J) বলা হয়।
-
অর্থাৎ, যদি কোনো বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তু বলটির দিকে 1 মিটার সরানো হয়, তখন সম্পন্ন কাজ হবে 1 জুল।
বল ব্যবহৃত এককসমূহ:
-
ডাইন (dyne)
-
নিউটন (N)
-
পাউন্ডাল (poundal)
সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
সুনামীর কারণ হল-
Created: 1 week ago
A
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B
ঘূর্ণিঝড়
C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
সুনামি (Tsunami)
-
সুনামি মূলত সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়।
-
“Tsunami” শব্দটি জাপানি, যার শাব্দিক অর্থ হলো ‘পোতাশ্রয়ের ঢেউ’। এখানে ‘tsu’ মানে বন্দর বা harbour, আর ‘nami’ মানে সামুদ্রিক ঢেউ।
-
বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন যে এখানে সুনামি খুব কম ঘটে।
-
তবে ইতিহাসে কিছু ঘটনায় সুনামির প্রভাব দেখা গেছে। যেমন:
-
১৭৬২ সালের ২ এপ্রিল: কক্সবাজার ও আশেপাশের এলাকায় সুনামির প্রভাব লক্ষ্য করা যায়।
-
১৯৪১ সালে: আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি হয়। এতে ভারতের পূর্ব উপকূলে প্রায় ৫,০০০ মানুষ নিহত হন।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার সিনুয়েলেউ দ্বীপে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর কারণ হয়।
-
উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
ভারী পানি (Heavy water) এর সংকেত হচ্ছে -
Created: 2 weeks ago
A
2H2O2
B
H2O
C
D2O
D
HD2O2
পানি
-
পানির রাসায়নিক সংকেত H₂O।
-
পানির একটি বিশেষ রূপ হলো ভারী পানি, যার সংকেত D₂O।
-
ভারী পানির রাসায়নিক নাম হলো ডিউটেরিয়াম অক্সাইড।
-
সাধারণ পানিতে থাকে প্রোটিয়াম (হাইড্রোজেনের এক আইসোটোপ) ও অক্সিজেন।
-
আর ভারী পানিতে থাকে ডিউটেরিয়াম (হাইড্রোজেনের আরেক আইসোটোপ) ও অক্সিজেন।
-
হাইড্রোজেনের মোট তিনটি আইসোটোপ আছে— প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।
-
সাধারণভাবে যখন আমরা হাইড্রোজেন বলি, তখন মূলত প্রোটিয়ামকেই বোঝানো হয়।
উৎস: মাধ্যমিক রসায়ন, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

0
Updated: 2 weeks ago