A
আফ্রিকার জোহানেসবার্গে
B
ব্রাজিলের রিওডিজেনিরোতে
C
ইতালির রোমে
D
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
উত্তরের বিবরণ
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
-
প্রথম ধরিত্রী সম্মেলন (১৯৯২):
৩ থেকে ১৪ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষার লক্ষ্যে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। -
বিশেষ ধরিত্রী সম্মেলন বা রিও + ৫ (১৯৯৭):
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল ধরিত্রী সম্মেলনের ৫ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ৫’ নামে পরিচিত। -
দ্বিতীয় ধরিত্রী সম্মেলন বা রিও + ১০ (২০০২):
২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল সম্মেলনের ১০ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ১০’ নামে পরিচিত। -
তৃতীয় ধরিত্রী সম্মেলন বা রিও + ২০ (২০১২):
২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল সম্মেলনের ২০ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ২০’ নামে পরিচিত।
উৎস: Britannica & United Nations

0
Updated: 2 days ago
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Created: 1 month ago
A
৪ টি
B
৫ টি
C
৬ টি
D
৮ টি
সুষম খাদ্য
মানবদেহের পুষ্টির প্রয়োজন ভালোভাবে পূরণ করতে সুষম খাদ্য খাওয়া খুব জরুরি। সুষম খাদ্যে মোট ৬ ধরনের উপাদান থাকে।
সুষম খাদ্যে শর্করা, প্রোটিন (আমিষ) এবং চর্বির পরিমাণ থাকে প্রায় ৪ : ১ : ১ অনুপাতে।
সুষম খাদ্যের উপাদান:
১। শর্করা
২। প্রোটিন (আমিষ)
৩। ভিটামিন
৪। খনিজ লবণ
৫। চর্বি
৬। পানি
সূত্র: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
Created: 2 weeks ago
A
তামা
B
দস্তা
C
ক্রোমিয়াম
D
এলুমিনিয়াম
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান হলো ক্রোমিয়াম।
সংকর ধাতু
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
যেমন - পিতলের মধ্যে প্রধান ধাতু কপার থাকে 65% এবং জিংক 35% থাকে।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।
যেমন-
• স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
• কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
• আবার, পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে। যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
Created: 1 month ago
A
১০ ক্যালরি
B
২ ক্যালরি
C
৩ ক্যালরি
D
৪ ক্যালরি
তাপ
-
তাপ হলো এমন একটি শক্তি যা কোনো বস্তুর বা পদার্থের ভেতরের অণুগুলোর গতি থেকে তৈরি হয়। এই তাপই আমাদের কাছে ঠাণ্ডা বা গরম লাগার অনুভূতি দেয়।
-
তাপ হলো শক্তির একটি ধরনের রূপ।
-
তাই, তাপের পরিমাপের এককও শক্তির এককের মতোই হয়।
-
আধুনিক বিজ্ঞান অনুযায়ী, তাপের SI একক হলো জুল (J)।
-
আগে তাপ পরিমাপের জন্য ব্যবহৃত হতো ক্যালরি নামের একক।
-
১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বা কমাতে যে পরিমাণ তাপ লাগে, তাকে ১ ক্যালরি বলা হয়।
-
আর ১ ক্যালরি তাপ শক্তি প্রায় ৪.২ জুল শক্তির সমান।
-
অর্থাৎ,
১ ক্যালরি = ৪.২ জুল -
উদাহরণস্বরূপ, ১ গ্রাম পানি ১ ডিগ্রি সেলসিয়াস গরম করতে ৪.২ জুল তাপ দরকার।
-
আবার, যদি পানি ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে গরম হয়, অর্থাৎ ১০ ডিগ্রি বেড়ে যায়, তখন মোট ১০ ক্যালরি তাপ দরকার হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago