কোনটি অপারেটিং সিস্টেম নয়?
A
C
B
DOS
C
CP/M
D
XENIX
উত্তরের বিবরণ
কম্পিউটার প্রোগ্রামিং ও অপারেটিং সিস্টেম
সি প্রোগ্রামিং ভাষা
-
সি হলো একটি প্রোগ্রামিং ভাষা, যা তৈরি করেছেন ডেনিস রিচি।
অপারেটিং সিস্টেম (OS)
-
অপারেটিং সিস্টেম হলো সফটওয়্যার যা হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের মধ্যে সংযোগ তৈরি করে।
-
কম্পিউটার চালু করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সমস্ত কার্যক্রম অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে চলে।
অপারেটিং সিস্টেমের ধরন
-
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
-
এক সময়ে একজন ব্যবহারকারী OS ব্যবহার করতে পারে।
-
এটিকে সিঙ্গেল টাস্কিং OSও বলা হয়।
-
উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98।
-
-
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম
-
একাধিক ব্যবহারকারী একসাথে OS ব্যবহার করতে পারে।
-
উদাহরণ: Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux।
-
XENIX হলো UNIX-এর একটি সংস্করণ।
-
-
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম
-
কমান্ড লাইন ব্যবহার করে কাজ করতে হয়, যেমন ফাইল ব্যবস্থাপনা, ডিস্ক ফরম্যাটিং ইত্যাদি।
-
উদাহরণ: Linux, Unix, MS-DOS, PC-DOS, CP/M।
-
-
চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
-
গ্রাফিক বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা হয়।
-
উদাহরণ: Windows 95/98/XP/2000/7, Mac OS।
-
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
Windows কী ধরণের অপারেটিং সিস্টেম?
Created: 1 week ago
A
বর্ণভিত্তিক
B
চিত্রভিত্তিক
C
সার্ভার ভিত্তিক
D
কমান্ড লাইন ভিত্তিক
Windows হলো একটি চিত্রভিত্তিক (Graphical) অপারেটিং সিস্টেম, যা পার্সোনাল এবং প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
• উইন্ডোজ অপারেটিং সিস্টেম:
-
এটি পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রথম পছন্দের অপারেটিং সিস্টেম।
-
১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন Windows 1.0 চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে বাজারে আনে।
-
পরবর্তীতে ১৯৯৫ সালে Windows 95 পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে প্রকাশিত হয়।
-
দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পর Windows-এর বিভিন্ন ভার্সন বাজারে আসে, যেমন Windows 2007, 2010, 2013।
-
প্রতিটি নতুন ভার্সনে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী নতুন ফিচার সংযোজিত হয়।
• Windows-এর সুবিধাসমূহ:
-
ইন্টারনেট ব্যবহারের সুবিধা
-
ইউ.এস.বি. ও ডিভিডি সমর্থন
-
FAT32 এবং NTFS ফাইল সিস্টেম সমর্থন
-
ইন্ট্যারাকটিভ ও অনলাইন গেম খেলার সুবিধা

0
Updated: 1 week ago
কোনটি অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম নয়?
Created: 1 week ago
A
FAT16
B
HTTP
C
NTFS
D
HPFS
HTTP কম্পিউটারের ফাইল সিস্টেম নয়। এটি একটি নেটওয়ার্ক প্রোটোকল, যা মূলত ওয়েব পেজ ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়।
• ফাইল ম্যানেজমেন্ট:
-
ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হলো কম্পিউটারের ফাইল এবং ডেটার সংরক্ষণ ও সংগঠনের পদ্ধতি।
-
অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাক্সেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
-
অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজ হলো প্রধান মেমোরিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আনা এবং তাদের কার্যকরভাবে পরিচালনা করা।
-
বর্তমান কম্পিউটারের অপারেটিং সিস্টেম সাধারণত চার ধরনের ফাইল সিস্টেমের যেকোনো একটি ব্যবহার করতে পারে।
• ফাইল সিস্টেমের উদাহরণ:
-
FAT16
-
FAT32
-
HPFS
-
NTFS

0
Updated: 1 week ago
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Created: 1 month ago
A
এটির নির্মাতা গুগল
B
এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
C
এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
D
উপরের সবগুলো সঠিক
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম
-
এন্ড্রয়েড হলো লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি একটি অপারেটিং সিস্টেম, যা মূলত টাচস্ক্রিন স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য ব্যবহৃত হয়।
-
এটি Open Handset Alliance দ্বারা উদ্ভাবিত এবং পরে গুগল কর্তৃক অধিগ্রহণ করা হয়।
-
এন্ড্রয়েড ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ এটি সবাই ব্যবহার, পরিবর্তন এবং উন্নয়ন করতে পারে।
-
এটি একটি মাল্টি-ইউজার অপারেটিং সিস্টেম, যার মাধ্যমে একাধিক ব্যবহারকারী একযোগে এক ডিভাইস ব্যবহার করতে পারে।
-
বর্তমানে স্মার্টফোনের ক্ষেত্রে এটি সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বিবিএ প্রোগ্রাম, ব্রিটানিকা।

0
Updated: 1 month ago