A
কাঁচের তৈরি ঘর
B
সবুজ আলোর আলোকিত ঘর
C
সবুজ ভবনের নাম
D
সবুজ গাছপালা
উত্তরের বিবরণ
গ্রিনহাউস হলো এমন একটি বিশেষ ধরনের ভবন যা উদ্ভিদকে অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে রক্ষা করে। এটি মূলত এমন উদ্ভিদের জন্য ব্যবহৃত হয় যেগুলো স্বাভাবিক ঋতুতে ভালোভাবে বেড়ে উঠতে পারে না।
গ্রিনহাউস সাধারণত কাঠ বা ধাতব ফ্রেমের ওপর তৈরি কাচ বা শক্ত প্লাস্টিকের দেয়াল ও ছাদের মাধ্যমে গঠিত হয়। আধুনিক গ্রিনহাউসে সাধারণত ফল, শাকসবজি, ফুল এবং অন্যান্য উদ্ভিদ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকে।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 2 days ago
কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
Created: 5 days ago
A
সাদা
B
কালো
C
হলুদ
D
লাল
আমরা লাল রঙকে দূর থেকে সহজেই দেখতে পাই। এর কারণ হলো আলোর বিক্ষেপণ বা ছিটকে যাওয়া। আলোর কোন রঙ কতটা ছড়াবে তা নির্ভর করে তার তরঙ্গদৈর্ঘ্যের উপর। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে, বিক্ষেপণ তত কম হবে।
লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সব রঙের চেয়ে বেশি, তাই এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়। এজন্য লাল রঙ অনেক দূর থেকেও পরিষ্কার দেখা যায়। এই কারণেই উঁচু টাওয়ার বা বিমান চলাচল এলাকায় লাল বাতি ব্যবহার করা হয়, যাতে বিমানের পাইলটরা অনেক দূর থেকেই আলো দেখতে পান।
উৎস: পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
Created: 1 week ago
A
CaCO3
B
NaHCO3
C
NH4HCO3
D
(NH4)2CO3
আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করি। নিচে কিছু পরিচিত পদার্থ এবং তাদের রাসায়নিক সংকেত উল্লেখ করা হলো:
-
মিল্ক অফ লাইম (চুনাজল) – রাসায়নিক সংকেত: Ca(OH)₂
-
বেকিং সোডা / বেকিং পাউডার – রাসায়নিক সংকেত: NaHCO₃
-
চুনাপাথর – রাসায়নিক সংকেত: CaCO₃
-
ভিনেগার (সিরকা) – রাসায়নিক সংকেত: CH₃COOH
-
চুন (Quicklime) – রাসায়নিক সংকেত: CaO
অন্য সাধারণ রাসায়নিক পদার্থের সংকেত:
-
তুঁত (Blue Vitriol / Copper sulfate pentahydrate) – রাসায়নিক সংকেত: CuSO₄·5H₂O
-
ক্যালামিন – রাসায়নিক সংকেত: ZnCO₃
-
ফিটকিরি (Potash alum) – রাসায়নিক সংকেত: K₂SO₄·Al₂(SO₄)₃·24H₂O
-
গ্লুবার লবণ (Glauber’s salt) – রাসায়নিক সংকেত: Na₂SO₄·10H₂O
-
কাপড় কাচার সোডা (Washing soda) – রাসায়নিক সংকেত: Na₂CO₃·10H₂O
-
ক্লোরোফর্ম – রাসায়নিক সংকেত: CHCl₃
-
ব্লিচিং পাউডার – রাসায়নিক সংকেত: Ca(OCl)Cl
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
Created: 1 week ago
A
অক্সিজেন পরিবহন করা
B
রোগ প্রতিরোধ করা
C
রক্ত জমাট বাধতে সাহায্য করা
D
উপরে উল্লিখিত সব কয়টিই
হিমোগ্লোবিনের কাজ
-
রক্তের হিমোগ্লোবিন প্রধানত শরীরে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে।
-
এটি ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে শরীরের প্রত্যেকটি কোষে পৌঁছে দেয়, যাতে কোষগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
-
হিমোগ্লোবিন কার্বন ডাই-অক্সাইডও বের করতে সাহায্য করে, যা কোষের বর্জ্য হিসেবে তৈরি হয়।
-
এছাড়া, হিমোগ্লোবিন রক্তকে লাল রঙ প্রদান করে।
উৎস: National Library of Medicine Website.

0
Updated: 1 week ago