A
ডিএনএ বা আরএনএ থাকে
B
শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
C
স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
D
রাইবোজোম (Ribosome) থাকে
উত্তরের বিবরণ
ভাইরাসের জীব বৈশিষ্ট্য
-
ভাইরাসের ভেতরে জেনেটিক উপাদান হিসেবে DNA অথবা RNA থাকে।
-
এরা নিজে থেকে সংখ্যা বাড়াতে পারে না; কেবলমাত্র পোষক জীবের কোষের ভেতর প্রবেশ করলে বৃদ্ধি পায়।
-
ভাইরাসকে স্ফটিক বা ক্রিস্টালে রূপান্তর করা সম্ভব।
-
এদের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন বা বংশগত উপাদানের বিন্যাস পরিবর্তন হতে দেখা যায়।
-
ভাইরাসে মিউটেশন বা পরিবর্তন ঘটে এবং নতুন নতুন প্রকরণ (ভ্যারাইটি) তৈরি হয়।
-
একবার ভাইরাস সৃষ্টি হলে, সেটি তার মূল বৈশিষ্ট্য বজায় রেখে অনুরূপ ভাইরাস উৎপন্ন করতে সক্ষম।
ভাইরাসের জড় বৈশিষ্ট্য
-
ভাইরাস আসলে অকোষীয় কণা; এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম বা নিউক্লিয়াসের মতো কোনো কোষীয় গঠন নেই।
-
ভাইরাসের এনজাইম নেই, তাই এরা খাদ্য গ্রহণ, পরিপাক বা শক্তি উৎপাদনের মতো বিপাকীয় কাজ করতে পারে না।
-
ভাইরাস কখনোই নিজের থেকে প্রজনন করতে পারে না; এ কাজের জন্য সবসময় অন্য জীবন্ত কোষের ওপর নির্ভরশীল।
-
এদেরকে রাসায়নিক কণার মতোই কেলাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, পানিতে মিশিয়ে সাসপেনশন তৈরি এবং তলানি করা যায়।
-
জীবকোষের বাইরে ভাইরাস একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 days ago
মাশরুম এক ধরনের-
Created: 2 weeks ago
A
অপুষ্পক উদ্ভিদ
B
পরজীবী উদ্ভিদ
C
ফাঙ্গাস
D
অর্কিড
মাশরুম হলো ফাঙ্গাস (ছত্রাক)। ✅
এগুলো অপুষ্পক উদ্ভিদ বা পরজীবী উদ্ভিদ নয়, কারণ ছত্রাককে উদ্ভিদ হিসেবে ধরা হয় না।
অনেক মাশরুম স্যাপ্রোফাইটিক (পচা জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে) আবার কিছু মাশরুম পরজীবীও হতে পারে।
তাহলে সঠিক উত্তর: ফাঙ্গাস।
উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
Created: 1 month ago
A
বিদ্যুৎ
B
তাপ
C
চুম্বক
D
কিছুই হয় না
- ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হতে দেখা যায়।
- ফটোইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
- ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলো পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago
হাড় ও দাঁতকে মজবুত করে-
Created: 1 week ago
A
আয়োডিন
B
আয়রন
C
ম্যাগনেসিয়াম
D
ক্যালসিয়াম ও ফসফরাস
ক্যালসিয়াম ও ফসফরাসের উপকারিতা ও উৎস
-
হাড় ও দাঁতের স্বাস্থ্য: ক্যালসিয়াম ও ফসফরাস আমাদের হাড় ও দাঁতকে শক্তিশালী করে।
-
হাড়ের ক্ষয় রোধ: এগুলি হাড়ের ক্ষয় বা দুর্বলতা কমাতে সাহায্য করে।
-
শরীরের অন্যান্য কাজ: রক্ত জমাট বাধা, পেশীর সংকোচন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
-
খাদ্য উৎস: ম্যাকরেল মাছ, স্যামন মাছ, ডিমের সাদা অংশ, সয়া মিল্ক, দুধ, মাশরুম, চিজ এবং কমলালেবুর রস ক্যালসিয়াম ও ফসফরাসের ভালো উৎস।
সূত্র: বিজ্ঞান, এসএসসি পাঠ্যপুস্তক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago