A
Cassio
B
Brabantio
C
Iago
D
Roderigo
উত্তরের বিবরণ
ইয়াগো ষড়যন্ত্র করে ওথেলোর মনে সন্দেহ জাগায় যে দেশডিমোনা কাসিওর সঙ্গে অবিশ্বস্ত। এই ঈর্ষা থেকেই ট্র্যাজেডি শুরু হয়।

0
Updated: 2 days ago
Which of the following is a tragedy written by William Shakespeare?
Created: 3 weeks ago
A
Hamlet
B
As You Like It
C
Twelfth Night
D
All of above
Hamlet
-
‘Hamlet’ হলো William Shakespeare রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যার মোট ৫টি অঙ্ক (act) আছে।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
এটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি।
-
কাহিনীটি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে কেন্দ্র করে, যিনি নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।
সংক্ষিপ্ত সারাংশ (Summary):
-
যুবরাজ হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
দেশে ফিরে সে জানতে পারে, তার চাচা ক্লডিয়াস তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাটকের কাহিনী ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত হ্যামলেট নিজেও মারা যায় এবং নাটকের ট্র্যাজিক পরিণতি ঘটে।
মূল চরিত্রসমূহ:
-
Prince Hamlet – প্রধান চরিত্র, ডেনমার্কের যুবরাজ
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Claudius – হ্যামলেটের চাচা ও নাটকের খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – উপদেষ্টা, ওফেলিয়ার বাবা
-
Laertes – ওফেলিয়ার ভাই
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তার জন্ম Stratford-upon-Avon শহরে, এজন্য তাকে বলা হয় ‘Bard of Avon’।
-
Shakespeare লিখেছেন মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট।
Shakespeare-এর উল্লেখযোগ্য রচনাবলি:
Tragedy (দুঃখান্ত নাটক):
-
Hamlet,
-
Othello,
-
Macbeth,
-
King Lear,
-
Julius Caesar
Comedy (প্রহসন):
-
As You Like It,
-
The Tempest,
-
Twelfth Night,
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18 ("Shall I Compare Thee to a Summer’s Day"),
-
The Rape of Lucrece,
-
Venus and Adonis
Source: Britannica

1
Updated: 3 weeks ago
What is the significance of Lear carrying Cordelia’s body in the final scene?
Created: 2 weeks ago
A
It symbolizes the defeat of evil.
B
It shows Lear’s recognition of true love and loss.
C
It proves Lear’s innocence.
D
It marks the restoration of order in the kingdom.
শেষ দৃশ্যে Lear, Cordelia-র মৃতদেহ কোলে নিয়ে আসে এবং গভীর শোকে ভেঙে পড়ে। এতে সে বুঝতে পারে Cordelia-র ভালোবাসাই ছিল সবচেয়ে সত্য, যা নাটকের আবেগঘন শীর্ষবিন্দু।

0
Updated: 2 weeks ago
Why does Othello go to Cyprus after his marriage?
Created: 2 weeks ago
A
To escape Brabantio’s anger
B
To lead the defense against the Turkish fleet
C
To start a new life with Desdemona
D
To meet Cassio
ওথেলোকে ভেনিসের সেনাপতি হিসেবে সাইপ্রাস পাঠানো হয়, কারণ তুর্কি নৌবাহিনীর হুমকি ছিল। এখানে যুদ্ধের পরিবর্তে প্রেম, ষড়যন্ত্র এবং ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ এগোয়। স্থান পরিবর্তনের মাধ্যমেই নাটকের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়।

0
Updated: 2 weeks ago