নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
A
ডিএনএ বা আরএনএ থাকে
B
শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
C
স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
D
রাইবোজোম (Ribosome) থাকে
উত্তরের বিবরণ
ভাইরাসের জীব বৈশিষ্ট্য
-
ভাইরাসের ভেতরে জেনেটিক উপাদান হিসেবে DNA অথবা RNA থাকে।
-
এরা নিজে থেকে সংখ্যা বাড়াতে পারে না; কেবলমাত্র পোষক জীবের কোষের ভেতর প্রবেশ করলে বৃদ্ধি পায়।
-
ভাইরাসকে স্ফটিক বা ক্রিস্টালে রূপান্তর করা সম্ভব।
-
এদের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন বা বংশগত উপাদানের বিন্যাস পরিবর্তন হতে দেখা যায়।
-
ভাইরাসে মিউটেশন বা পরিবর্তন ঘটে এবং নতুন নতুন প্রকরণ (ভ্যারাইটি) তৈরি হয়।
-
একবার ভাইরাস সৃষ্টি হলে, সেটি তার মূল বৈশিষ্ট্য বজায় রেখে অনুরূপ ভাইরাস উৎপন্ন করতে সক্ষম।
ভাইরাসের জড় বৈশিষ্ট্য
-
ভাইরাস আসলে অকোষীয় কণা; এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম বা নিউক্লিয়াসের মতো কোনো কোষীয় গঠন নেই।
-
ভাইরাসের এনজাইম নেই, তাই এরা খাদ্য গ্রহণ, পরিপাক বা শক্তি উৎপাদনের মতো বিপাকীয় কাজ করতে পারে না।
-
ভাইরাস কখনোই নিজের থেকে প্রজনন করতে পারে না; এ কাজের জন্য সবসময় অন্য জীবন্ত কোষের ওপর নির্ভরশীল।
-
এদেরকে রাসায়নিক কণার মতোই কেলাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, পানিতে মিশিয়ে সাসপেনশন তৈরি এবং তলানি করা যায়।
-
জীবকোষের বাইরে ভাইরাস একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে -
Created: 1 month ago
A
লাউড স্পিকার
B
অ্যামপ্লিফায়ার
C
জেনারেটর
D
মাল্টিমিটার
শক্তির রূপান্তর
-
লাউডস্পিকার ও বৈদ্যুতিক ঘণ্টা: বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
-
মাইক্রোফোন: শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
-
জেনারেটর বা ডায়নামো: যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
-
বৈদ্যুতিক মোটর: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
-
মোবাইল ফোনের ব্যাটারি: চার্জ দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
দুধে থাকে-
Created: 2 months ago
A
সাইট্রিক এসিড
B
ল্যাকটিক এসিড
C
নাইট্রিক এসিড
D
এসিটিক এসিড
আমরা প্রতিদিন যে খাবার ও পানীয় গ্রহণ করি, সেগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের অ্যাসিড পাওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায়—
-
ভিনেগার → এতে থাকে ইথানয়িক অ্যাসিড।
-
দুধ → এতে থাকে ল্যাকটিক অ্যাসিড।
-
সফট ড্রিংকস → এতে থাকে কার্বনিক অ্যাসিড।
-
কমলালেবু বা লেবু → এতে থাকে সাইট্রিক অ্যাসিড।
-
তেতুল → এতে থাকে টারটারিক অ্যাসিড।
-
চা → এতে থাকে ট্যানিক অ্যাসিড।
অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ খাবার ও পানীয় থেকেই সহজে বিভিন্ন প্রকার অ্যাসিডের উদাহরণ পাওয়া যায়।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 months ago
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে -
Created: 4 weeks ago
A
সিলভার ব্রোমাইডের
B
সিলভার ক্লোরাইডের
C
অ্যামোনিয়াম ক্লোরাইডের
D
সিলভার ফ্লোরাইডের
ফটোগ্রাফিতে ব্যবহৃত ড্রাই প্লেট হলো একটি কাচের প্লেট যা সিলভার ব্রোমাইডের জেলাটিন ইমালশন দিয়ে আবৃত থাকে। এই প্লেটটি একবার প্রস্তুত হলে, এটি এক্সপোজারের জন্য সংরক্ষণ করা যায় এবং একবার ছবি তোলার পর, এটি আবার ডার্করুমে নিয়ে গিয়ে ধীরে ধীরে ডেভেলপ করা যায়।
-
ফটোগ্রাফিক প্লেটের আবরণে সিলভার ব্রোমাইড (AgBr) ব্যবহৃত হয়।
-
এটি একটি ড্রাই প্লেট, অর্থাৎ আগেই তৈরি করা এবং সংরক্ষণযোগ্য।
-
এক্সপোজারের পর প্লেটটি পুনরায় ডার্করুমে নিয়ে ডেভেলপ করা যায়।
-
জেলাটিন ইমালশন সিলভার ব্রোমাইডকে সমানভাবে প্লেটে ছড়িয়ে রাখে।
-
এই পদ্ধতিটি ছবির উচ্চ মানের এবং স্থায়িত্ব নিশ্চিত করে।

0
Updated: 4 weeks ago