A
He is drowned
B
The crew hangs the bird around his neck
C
He is left on an island
D
He loses his voice forever
উত্তরের বিবরণ
আলবাট্রস পাখি হত্যার ফলে সমুদ্রযাত্রীরা দুর্ভাগ্যে পড়ে। শাস্তি হিসেবে নাবিকদের দাবি, পাখিটি তার গলায় ঝুলিয়ে রাখতে। এটি অপরাধবোধ ও বোঝার প্রতীক।

0
Updated: 2 days ago
How does Coleridge characterize his “viper thoughts”?
Created: 6 days ago
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 6 days ago
What metaphor does Coleridge use for his past hopes in Section VI of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Flowing river
B
Climbing mountain
C
Twining vine
D
Blooming rose
Coleridge তাঁর অতীতের আশাকে তুলনা করেছেন এক লতানো গাছের সাথে—“For hope grew round me, like the twining vine।” অর্থাৎ আশা তাঁকে ঘিরে ধরত এবং অন্যের ফল ও পাতাও যেন তাঁর মনে হতো। এই উপমা দেখায়, তখন তাঁর কল্পনা ও আশা তাকে সমৃদ্ধ করত। কিন্তু বর্তমানে সেই আশা ও কল্পনা শুকিয়ে গেছে।

1
Updated: 6 days ago
Which natural objects does the poet describe in Section II of “Dejection : an Ode” without feeling their beauty?
Created: 6 days ago
A
Sea waves and birds
B
Moon, stars, and clouds
C
Flowers and trees
D
Mountains and rivers
দ্বিতীয় অংশে কবি বলেন তিনি পশ্চিম আকাশে চাঁদ, তারা আর মেঘ দেখছেন—সব সুন্দর মনে হচ্ছে, কিন্তু তিনি তা অনুভব করতে পারছেন না। তার চোখ দেখে, কিন্তু হৃদয় অনুভব করে না। এর মাধ্যমে Coleridge দেখিয়েছেন কিভাবে বিষণ্ণতা মানুষের অনুভূতিশক্তিকে নিস্তেজ করে দেয়।

1
Updated: 6 days ago