A
১৯ টি
B
২০টি
C
২১টি
D
২২টি
উত্তরের বিবরণ
জি-২০ (G-20) হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি আন্তর্জাতিক ফোরাম, যা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: জি-২০ গঠিত হয় ১৯৯৯ সালে।
-
সদস্য সংখ্যা: এপ্রিল ২০২৫ অনুযায়ী, জি-২০-এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি।
-
নতুন সদস্য: আফ্রিকান ইউনিয়ন হলো জি-২০-এর ২১তম সদস্য।
-
সদস্য গঠন:
-
১৯টি দেশ
-
২টি আঞ্চলিক সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন (EU) ও আফ্রিকান ইউনিয়ন (AU)
-
-
বৈশ্বিক প্রভাব:
-
G-20 সদস্যরা বিশ্ব জিডিপির প্রায় ৮৫%,
-
বিশ্ব বাণিজ্যের ৭৫%,
-
এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
-
-
স্থায়ী সচিবালয়: জি-২০-এর কোনো স্থায়ী সচিবালয় নেই।
-
পরবর্তী সম্মেলন (২০তম):
-
স্থান: জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা
-
তারিখ: ২২-২৩ নভেম্বর, ২০২৫
-
উৎস: [G-20 ওয়েবসাইট]

0
Updated: 2 months ago