A
A giant
B
A tiny dwarf
C
A god
D
A beast
উত্তরের বিবরণ
লিলিপুটে মানুষ মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই গালিভার সেখানে দৈত্যের মতো দেখায়। এটি মানবসমাজের দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার হাস্যকর পার্থক্য প্রকাশ করে।

0
Updated: 2 days ago
What quality of the Yahoos shocked Gulliver most?
Created: 1 week ago
A
Their greed for shiny stones
B
Their habit of eating flesh
C
Their worship of animals
D
Their skill in climbing trees
ইয়াহুরা চকচকে পাথরের প্রতি অদ্ভুত আসক্তি দেখাত। তারা এসবের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। গালিভারের কাছে এটি মানুষের অর্থলোভ ও বস্তুপ্রীতির প্রতীক মনে হয়। সুইফট এখানে মানবজাতির লোভী চরিত্রকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
What did the conflict between High Heels and Low Heels in Lilliput symbolize?
Created: 1 week ago
A
Political divisions like Whigs and Tories in England
B
Social classes of rich and poor
C
Differences between men and women
D
Rivalry between soldiers and sailors
লিলিপুটে “হাই হিল” আর “লো হিল” বিভাজন আসলে ইংল্যান্ডের তৎকালীন রাজনৈতিক দল—হুইগ ও টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন কিভাবে তুচ্ছ কারণে রাজনৈতিক দলাদলি সমাজে বড় বিভাজন তৈরি করে।

0
Updated: 1 week ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 1 week ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 week ago