Who poisons Othello’s mind against Desdemona?
A
Cassio
B
Brabantio
C
Iago
D
Roderigo
উত্তরের বিবরণ
ইয়াগো ষড়যন্ত্র করে ওথেলোর মনে সন্দেহ জাগায় যে দেশডিমোনা কাসিওর সঙ্গে অবিশ্বস্ত। এই ঈর্ষা থেকেই ট্র্যাজেডি শুরু হয়।

0
Updated: 1 month ago
In Shakespeare’s plays, who holds the title "Moor of Venice"?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
Ceasar
উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি নাটক "ওথেলো"-এর প্রধান চরিত্র হলেন ওথেলো। তিনি ভেনিসের একজন সেনাপতি এবং আফ্রিকান বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে "দ্য মুর অফ ভেনিস" নামে অভিহিত করা হয়। নাটকটির পুরো নাম হলো "ওথেলো, দ্য মুর অফ ভেনিস"।
"ওথেলো" নাটকটি শেক্সপিয়র কর্তৃক রচিত একটি পাঁচ-অ্যাক্টের ট্র্যাজেডি, যা আনুমানিক ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়েছিল। এটি শেক্সপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি ভেনিসের একজন সেনাপতি ওথেলোর গল্প বলে। এই ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওথেলো এবং তার স্ত্রী দেসডেমোনা, যিনি এই নাটকের নায়িকা। ইয়াগো এই নাটকের খলনায়ক বা ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।
নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে ওথেলোর নিজের স্ত্রীকে সন্দেহ করা এবং পরিণামে তাকে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে। এই ট্র্যাজেডিতে, নায়ক ওথেলো "ওথেলো সিনড্রোম" (অতিরিক্ত ঈর্ষাজনিত একটি মানসিক ব্যাধি) দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভিলেন ইয়াগোর প্ররোচনায় ওথেলো তার স্ত্রী দেসডেমোনাকে হত্যা করেন।
উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা। তার জন্মস্থান স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন। তাকে "ইংলিশ ন্যাশনাল পোয়েট" এবং "বার্ড অফ অ্যাভন" নামেও ডাকা হয়। অনেকেই তাকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য করেন।

0
Updated: 2 weeks ago
How is Desdemona often portrayed in the play?
Created: 2 months ago
A
As a manipulator
B
As a warrior
C
As an obedient and devoted wife
D
As a ruler
ডেসডিমোনা সাধারণত অনুগত ও বিশ্বস্ত স্ত্রীর প্রতীক হিসেবে উপস্থাপিত। সে ওথেলোকে ভালোবাসে এবং তার প্রতি বিশ্বস্ত থাকে, এমনকি মৃত্যুর মুহূর্তেও স্বামীকে দোষারোপ করে না। এই চিত্র নারীর ভূমিকা ও সমাজের প্রত্যাশাকে প্রকাশ করে।

1
Updated: 2 months ago
Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
Created: 2 months ago
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

1
Updated: 2 months ago