A
“O brave new world”
B
“To be, or not to be”
C
“All the world’s a stage”
D
“Out, out brief candle”
উত্তরের বিবরণ
হ্যামলেট জীবনের কষ্ট আর মৃত্যুর শান্তি নিয়ে চিন্তা করেন। তিনি প্রশ্ন তোলেন—বেঁচে থাকা ভালো নাকি মৃত্যুর মাধ্যমে মুক্তি পাওয়া ভালো। এটি তাঁর দার্শনিক দ্বন্দ্ব প্রকাশ করে।

0
Updated: 2 days ago
In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of_
Created: 3 weeks ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
'Hamlet' ছিলেন ডেনমার্কের রাজপুত্র। Hamlet অর্থ- A small village that doesn't have its own church | ডেনমার্কের রাজহত্যা ও রাজপুত্র Hamlet কর্তৃক প্রলম্বিত প্রতিশোধ 'Hamlet' নাটকের মূল বিষয়বস্তু।

0
Updated: 3 weeks ago
'The Merchant of Venice' is a Shakespearean play about-
Created: 1 week ago
A
a Jew
B
a Moor
C
a Roman
D
a Turk
‘দ্য মার্চান্ট অফ ভেনিস’
-
The Merchant of Venice হল উইলিয়াম শেক্সপিয়রের একটি ট্র্যাজি-কৌমেডি নাটক।
-
মূল গল্পের কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock, যিনি নগদ ঋণ দিয়ে ব্যবসা চালান।
-
নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং প্রায় ১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
প্রধান চরিত্রগুলো:
-
Antonio – একজন ভেনিসের ব্যবসায়ী
-
Shylock – ইহুদি মানিলেন্ডার
-
Portia – Antonio’র বন্ধু ও Bassanio’র প্রেমিকা
-
Bassanio – Antonio’র বন্ধু
-
Jessica – Shylock-এর মেয়ে
কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
উৎস: Britannica

0
Updated: 1 week ago
In Hamlet, why does the Prince decide to stage “The Mousetrap” play?
Created: 2 weeks ago
A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To impress Ophelia
D
To distract from Polonius’s death
হ্যামলেট তার চাচা ক্লডিয়াসের অপরাধ প্রমাণ করতে “The Mousetrap” নাটক মঞ্চস্থ করে। নাটকটির কাহিনী তার বাবাকে হত্যা করার ঘটনার সাথে মিলে যায়। ক্লডিয়াসের অস্বস্তি ও প্রস্থান দেখে হ্যামলেট নিশ্চিত হয় যে ক্লডিয়াসই প্রকৃত খুনি। এটি ছিল তার পরিকল্পনার মূল পরীক্ষা।

1
Updated: 2 weeks ago