A
Simile
B
Metaphor
C
Personification
D
Alliteration
উত্তরের বিবরণ
এখানে “mists” এবং “mellow” শব্দে একধরনের ধ্বনি-সাদৃশ্য আছে। এই alliteration কবিতাকে সুরেলা করে তোলে। একই সঙ্গে এটি শরতের নরম, শান্ত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অপশন গুলোর মধ্যে যদি Imagery থাকতো, তাহলে সেটাই হতো।

0
Updated: 2 days ago
Which figure of speech is used in “Heard melodies are sweet, but those unheard / Are sweeter”?
Created: 2 days ago
A
Paradox
B
Simile
C
Metaphor
D
Irony
কিটস বলেন, শোনা সুর মিষ্টি হলেও না-শোনা সুর আরও মধুর। এটি এক ধরনের paradox—বাস্তব নয়, কিন্তু কল্পনায় স্থায়ী সৌন্দর্যের প্রতীক। শিল্পের নীরবতা ও কল্পনার শক্তিকে বোঝাতে এই কাব্যরীতি ব্যবহার হয়েছে।

0
Updated: 2 days ago
The goddess Melancholy dwells closely with—
Created: 2 days ago
A
Hatred and Despair
B
Beauty and Joy
C
War and Bloodshed
D
Death and Silence
কিটসের মতে, দুঃখ (Melancholy) সবসময় সৌন্দর্য ও আনন্দের সঙ্গে থাকে। আনন্দের গভীরতাতেই দুঃখ লুকিয়ে থাকে। সুন্দর ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়—এসবেই বিষণ্ণতার আবাস। এভাবেই তিনি সৌন্দর্য ও দুঃখকে একসঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 2 days ago
What does Keats forbid the sufferer of melancholy to use?
Created: 2 days ago
A
Poison and deadly wolf’s-bane
B
Music and poetry
C
Flowers and perfumes
D
Dreams and visions
কবি বলেন, দুঃখ পেলে কেউ যেন বিষ (poison), উলফস-বেইন বা কোনো মারাত্মক ওষধি ব্যবহার না করে। এগুলো মৃত্যু ও বিস্মৃতির প্রতীক। কিটস জীবনকে বেছে নিতে বলেন, কারণ সৌন্দর্যের ভেতর দিয়েই সত্যিকারের বিষণ্ণতাকে বোঝা যায়।

0
Updated: 2 days ago