A
Swallows twittering, gnats mourning, and lambs bleating
B
Lions roaring and wolves howling
C
Soldiers marching and drums beating
D
Priests chanting and bells ringing
উত্তরের বিবরণ
শেষ স্তবকে কিটস শরতের সঙ্গীত তুলে ধরেন—নদীর ধারে পোকামাকড়ের গুঞ্জন, পাহাড়ে ভেড়ার ডাক, ক্রিকেটের সুর, রবিনের গান, আকাশে ওড়া পাখির সঙ্গীত। এগুলো শরতের শান্ত সুরভি তৈরি করে।

0
Updated: 2 days ago
Who wrote Ode to a Nightingale?
Created: 4 weeks ago
A
John Keats
B
Percy Shelley
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge

0
Updated: 4 weeks ago
What does Keats forbid the sufferer of melancholy to use?
Created: 2 days ago
A
Poison and deadly wolf’s-bane
B
Music and poetry
C
Flowers and perfumes
D
Dreams and visions
কবি বলেন, দুঃখ পেলে কেউ যেন বিষ (poison), উলফস-বেইন বা কোনো মারাত্মক ওষধি ব্যবহার না করে। এগুলো মৃত্যু ও বিস্মৃতির প্রতীক। কিটস জীবনকে বেছে নিতে বলেন, কারণ সৌন্দর্যের ভেতর দিয়েই সত্যিকারের বিষণ্ণতাকে বোঝা যায়।

0
Updated: 2 days ago
What is the central paradox of the poem?
Created: 2 days ago
A
Joy is stronger than death
B
Melancholy lives in beauty and pleasure
C
Life is endless and eternal
D
Death is a form of love
কিটস দেখান যে আনন্দ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এই ক্ষণস্থায়ীত্বই বিষণ্ণতার জন্ম দেয়। তাই দুঃখ আসলে সৌন্দর্য ও আনন্দের সঙ্গী। এটাই কবিতার মূল বৈপরীত্য বা paradox।

0
Updated: 2 days ago