In Book IX of Paradise Lost, what form does Satan take to tempt Eve?
A
A shining angel
B
A serpent
C
A lion
D
A dove
উত্তরের বিবরণ
Paradise Lost–এর নবম খণ্ডে শয়তান সাপের রূপ নিয়ে ইভকে প্রলুব্ধ করে। সে বলে নিষিদ্ধ ফল খেলে দেবত্ব ও জ্ঞান লাভ করা যাবে। ইভ প্রথমে দ্বিধা করলেও শেষে প্রলুব্ধ হয়ে ফল খায়। এই ঘটনাই মানবজাতির পতনের সূচনা। সাপের রূপ প্রতীকী—এটি চতুরতা, প্রতারণা ও পাপের প্রলোভনকে বোঝায়। মিল্টন এখানে বাইবেলের কাহিনীকে মহাকাব্যিক রূপ দেন, যেখানে ইভের দুর্বলতা এবং মানুষের স্বাধীন ইচ্ছাই পতনের কারণ হিসেবে ফুটে ওঠে।

0
Updated: 1 month ago
What theological theme is most emphasised in God’s response to the Fall in Book 10?
Created: 2 weeks ago
A
Absolute predestination that denies free will.
B
Justice balanced with mercy through the Son.
C
Total annihilation of humankind without hope.
D
Emphasis on divine wrath without forgiveness.
দশম খণ্ডে ঈশ্বর মানুষের পতনের প্রতি প্রতিক্রিয়া জানান ন্যায়বিচার ও করুণার সমন্বয়ে। ঈশ্বর মানুষকে শাস্তি দেন—তাদের মৃত্যু, শ্রম ও যন্ত্রণার মুখোমুখি হতে হবে। কিন্তু তিনি তাদের সম্পূর্ণ ধ্বংস করেন না। বরং পুত্রকে পাঠান বিচার ঘোষণা করতে এবং সেই সঙ্গে মুক্তির আশা দিতে।
এটি খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মূল দিক। ঈশ্বর ন্যায়পরায়ণ, তাই পাপকে অবহেলা করতে পারেন না। আবার তিনি করুণাময়, তাই মানুষের জন্য মুক্তির ব্যবস্থা করেন। এই দ্বৈত দিক দেখায়, ঈশ্বর শুধু রোষের দেবতা নন, বরং তিনি ভালোবাসার দেবতাও।
অতএব, মিলটনের দৃষ্টিতে মানব ইতিহাস পতনের মধ্য দিয়েই শুরু হলেও তা মুক্তির প্রতিশ্রুতিতে শেষ হয়। এটি ন্যায় ও করুণার সমন্বিত ধর্মতত্ত্বের এক সুন্দর প্রকাশ।

0
Updated: 2 weeks ago
Which epic poem contains the famous line:
"Better to reign in Hell than serve in Heaven"?
Created: 2 months ago
A
Paradise Lost
B
Paradise Regained
C
The Odyssey
D
Aeneid
“Better to reign in Hell than serve in Heaven” — এই বিখ্যাত উক্তিটি পাওয়া যায় Paradise Lost-এ।
-
Paradise Lost
-
রচিত John Milton দ্বারা।
-
এটি ইংরেজি সাহিত্যের সর্বকালের মহানতম এপিক কবিতাগুলোর মধ্যে একটি।
-
মূল বিষয়বস্তু: “To justify the ways of God to man”।
-
কবিতাটি মোট ১২টি বই বা অংশে বিভক্ত।
-
-
প্রধান চরিত্রসমূহ
-
Adam
-
Eve
-
Satan
-
Beelzebub
-
Mammon
-
-
John Milton (1608–1674)
-
একজন ইংরেজ কবি, pamphleteer এবং ইতিহাসবিদ।
-
Shakespeare-এর পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক হিসেবে বিবেচিত।
-
সর্বাধিক পরিচিত Paradise Lost রচনার জন্য।
-
-
প্রধান সাহিত্যকর্মসমূহ
-
Paradise Lost (1667) – সর্বশ্রেষ্ঠ এপিক
-
Paradise Regained (1671) – চারটি বইয়ে বিভক্ত
-
Samson Agonistes (1671) – নাট্যকাব্য
-
Lycidas – elegy
-
On his Blindness – Sonnet
-
-
বিখ্যাত উক্তি
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
-
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
Paradise Regained – John Milton রচিত
-
The Odyssey – Homer রচিত
-
Aeneid – Virgil রচিত
-
সূত্র: An ABC of English Literature (Dr. M Mofizar Rahman), Britannica

0
Updated: 2 months ago
Why does Eve want to work separately from Adam?
Created: 1 month ago
A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।

1
Updated: 1 month ago