A
A warrior with a sword
B
A farmer or harvester resting
C
A priest offering prayers
D
A child running in fields
উত্তরের বিবরণ
দ্বিতীয় স্তবকে শরৎকে কল্পনা করা হয়েছে এক কৃষক বা সংগ্রাহকের মতো। কখনও ফসল গুছিয়ে, কখনও গুদামে হেলে বসে, কখনও কাস্তে হাতে—এই মানবীয় রূপক ঋতুকে জীবন্ত করে তোলে।

0
Updated: 2 days ago
Which image does Keats use to describe Cupid and Psyche together?
Created: 2 days ago
A
A king and queen on a throne
B
A sailor and the sea
C
A shepherd and his sheep
D
Lovers lying in a secret garden
কিটস কিউপিড ও সাইকিকে একসঙ্গে একটি বাগানে বিশ্রামরত প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখিয়েছেন। এটি প্রেমের অন্তরঙ্গতা ও শান্তির প্রতীক। কবি কল্পনার মাধ্যমে প্রেমকে পবিত্র ও দেবত্বের উচ্চতায় উন্নীত করেছেন।

0
Updated: 2 days ago
The urn is a “Sylvan historian” because—
Created: 2 days ago
A
It sings songs of the forest
B
It records the king’s laws
C
It tells silent stories through pictures
D
It describes gods and myths in words
কিটস আর্নকে “Sylvan historian” বলেছেন কারণ এর ছবিগুলো প্রকৃতির মতোই নীরব, কিন্তু শক্তিশালী ইতিহাস বলে। শব্দ নেই, তবুও চিত্রকলাই গল্প বলে যায়।

0
Updated: 2 days ago
What is the central theme of “Ode to Psyche”?
Created: 2 days ago
A
Power of imagination and inner worship
B
Fear of death and loss
C
Nature’s destructive force
D
War and patriotism
কিটসের এই কবিতায় মূলত কল্পনার শক্তি ও অন্তর্গত ভক্তি প্রকাশ পেয়েছে। বাইরের জগতে সাইকি অবহেলিত হলেও, কবি তাঁর মনে একটি সুন্দর রাজ্য গড়ে দেন। এটি রোমান্টিক যুগের সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যে কল্পনা ও সৌন্দর্যের পূজা মানুষের আত্মাকে মুক্তি দেয়।

0
Updated: 2 days ago