A
“Beauty is truth, truth beauty,—that is all”
B
“Love is life, and life is short”
C
“Art is eternal, men are mortal”
D
“Time shall conquer all beauty”
উত্তরের বিবরণ
কবিতার শেষ লাইনে কিটস শিল্পের অমর দার্শনিক বাণী তুলে ধরেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি মানবজীবনের ক্ষণস্থায়ীত্ব ও শিল্পের অমরত্বের মধ্যে সমন্বয় ঘটায়।

0
Updated: 2 days ago
What role does imagination play in Keats’s plan for Psyche?
Created: 2 days ago
A
It creates a palace of gold
B
It serves as a priest and temple
C
It destroys old gods
D
It hides pain of death
কিটস বলেন, তিনি নিজের কল্পনাকে পুরোহিত হিসেবে ব্যবহার করবেন। তাঁর মন হবে সাইকি দেবীর মন্দির। এখানে ফুল, নদী, পাখি, আলো—সবকিছু কল্পনা দ্বারা সৃষ্টি হবে। কল্পনার শক্তিকে তিনি পূজা ও আরাধনার রূপ দেন।

0
Updated: 2 days ago
Which image does Keats use to describe Cupid and Psyche together?
Created: 2 days ago
A
A king and queen on a throne
B
A sailor and the sea
C
A shepherd and his sheep
D
Lovers lying in a secret garden
কিটস কিউপিড ও সাইকিকে একসঙ্গে একটি বাগানে বিশ্রামরত প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখিয়েছেন। এটি প্রেমের অন্তরঙ্গতা ও শান্তির প্রতীক। কবি কল্পনার মাধ্যমে প্রেমকে পবিত্র ও দেবত্বের উচ্চতায় উন্নীত করেছেন।

0
Updated: 2 days ago
What is unique about Psyche compared to other deities, according to Keats?
Created: 2 days ago
A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 2 days ago