Shelley compares the West Wind to—
A
A gentle mother
B
A destroyer and preserver
C
A silent shadow
D
A raging fire
উত্তরের বিবরণ
শেলি বলেন পশ্চিমা হাওয়া মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় (ধ্বংসকারী), আবার নতুন জীবনের বীজ ছড়িয়ে দেয় (রক্ষাকারী)। এটি ধ্বংস আর পুনর্জন্মের প্রতীক।

0
Updated: 1 month ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 1 month ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

2
Updated: 1 month ago
What does “Spring” symbolize in the poem?
Created: 1 month ago
A
Eternal sorrow
B
New life and hope
C
War and destruction
D
Sleep and silence
Spring বা বসন্ত পুনর্জন্ম, নতুন জীবন ও আশার প্রতীক। Shelley শেষ লাইনে বলেছেন, শীতের পর বসন্ত অবধারিতভাবে আসে। এটি মানুষকে হতাশার মধ্যেও আশা জাগায়।

1
Updated: 1 month ago
What flaw does Shelley find in human songs?
Created: 1 month ago
A
They are too loud
B
They contain hidden want
C
They are unnatural
D
They lack rhythm
Shelley বলেন, মানুষের গান যতই সুন্দর হোক না কেন, তাতে সবসময় একটা “hidden want” বা অদৃশ্য অভাব থেকে যায়। মানুষের আনন্দ সবসময় দুঃখের সঙ্গে মিশে থাকে। কিন্তু Skylark-এর গানে কোনো অভাব বা দুঃখ নেই।

0
Updated: 1 month ago