২০২৫ সালের G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
A
ফ্রান্স
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জাপান
উত্তরের বিবরণ
২০২৫ সালের G-7 সামিট
-
সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫
-
স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস
-
আয়োজক: কানাডা সভাপতিত্ব করবে
-
বিশেষত্ব: এটি G-7-এর ৫১তম শীর্ষ সম্মেলন হবে
G-7 সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
পূর্ণরূপ: Group of Seven
-
প্রতিষ্ঠাকাল: ১৫ নভেম্বর, ১৯৭৫
-
প্রস্তাবক দেশ: ফ্রান্স
-
উদ্দেশ্য: বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট
-
বর্তমান সদস্য দেশসমূহ:
-
যুক্তরাষ্ট্র
-
যুক্তরাজ্য
-
ফ্রান্স
-
জার্মানি
-
ইতালি
-
জাপান (একমাত্র এশীয় দেশ)
-
কানাডা
-
-
অতিরিক্ত তথ্য: এই দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন ও G-7-এর প্রতিনিধিত্ব করে
উৎস: কানাডার অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা

0
Updated: 3 months ago
ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত সমাধানের জন্য সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 3 days ago
A
জেনেভা
B
প্যারিস
C
নিউইয়র্ক
D
লন্ডন
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আয়োজন করা হচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার জন্য। এই সম্মেলনটি মূলত স্থগিত থাকার পর নতুন তারিখে পুনঃনির্ধারণ করা হয়েছে।
-
তারিখ: সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই অনুষ্ঠিত হবে।
-
পূর্বনির্ধারিত তারিখ: মূলত ১৭-২০ মে আয়োজিত হওয়ার কথা থাকলেও ইরান-ইসরায়েল সংঘাতের কারণে স্থগিত করা হয়।
-
স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক।
-
আয়োজক: জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে আয়োজন করা হয়েছে।
-
উদ্দেশ্য: জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে এগিয়ে নেবে।
-
ফিলিস্তিনের অবস্থান: জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
-
জাতিসংঘে মর্যাদা: ফিলিস্তিনের বর্তমানে পর্যবেক্ষক মর্যাদা রয়েছে, তবে পূর্ণ সদস্যপদ এখনো নেই।

0
Updated: 3 days ago
D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 4 days ago
A
আবুজা
B
তেহরান
C
ইস্তাম্বুল
D
ঢাকা
D-8 বা Developing Eight একটি আন্তর্জাতিক সংস্থা যা মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত হয়েছে। এ সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে এবং আজও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
পূর্ণরূপ: Developing Eight
-
গঠনের উদ্দেশ্য: মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৯৭ (Istanbul Declaration এর মাধ্যমে)
-
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
-
সদস্য সংখ্যা: ৮টি দেশ
-
সদস্য দেশ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
-
বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়
-
দশম শীর্ষ সম্মেলন: ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়
উল্লেখযোগ্যভাবে, D-8-এর সদস্য রাষ্ট্রগুলো এশিয়া ও আফ্রিকার গুরুত্বপূর্ণ অঞ্চলকে প্রতিনিধিত্ব করে।

0
Updated: 4 days ago
জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
দিল্লি
B
কায়রো
C
বেলগ্রেড
D
জাকার্তা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)
জোট নিরপেক্ষ আন্দোলন, সংক্ষেপে NAM (Non-Aligned Movement), একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও ন্যায্য আকাঙ্ক্ষা রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন দুটি প্রধান শক্তিশালী জোটে বিভক্ত হয়ে পড়ে—একদিকে পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং অন্যদিকে সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ জোট—তখন নিরপেক্ষ অবস্থানে থাকা কিছু দেশ এই নতুন আন্দোলনের সূচনা করে।
প্রতিষ্ঠা ও ঐতিহাসিক প্রেক্ষাপট
এই আন্দোলনের ধারণার বীজ বপিত হয় ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে।
এরপর ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে NAM আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই সম্মেলনেই জোট নিরপেক্ষ আন্দোলন একটি সুসংগঠিত রূপ পায়।
প্রাথমিক উদ্যোক্তারা
NAM-এর ভিত্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন বিশ্বের পাঁচ বিশিষ্ট রাষ্ট্রনেতা:
-
ড. আহমদ সুকর্ণ – ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি
-
জওহরলাল নেহরু – ভারতের প্রথম প্রধানমন্ত্রী
-
মার্শাল জোসিপ ব্রজ টিটো – যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট
-
জামাল আবদুল নাসের – মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট
-
ড. কাওয়ামে ন্ক্রুমা – ঘানার রাষ্ট্রপতি
সাম্প্রতিক ও অতীত সম্মেলন:
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬১ সালে বেলগ্রেডে
-
দ্বিতীয় সম্মেলন: ১৯৬৪ সালে মিসরের কায়রোতে
-
সর্বশেষ (১৯তম) সম্মেলন: ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে
সংগঠন সম্পর্কে আরও কিছু তথ্য
-
প্রতিষ্ঠার তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৬১
-
বর্তমান সদস্যসংখ্যা: ১২১টি দেশ
-
বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ
NAM আজও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার ক্ষেত্রে।
উৎস: NAM ওয়েবসাইট।

0
Updated: 1 month ago