A
Because they are magical
B
Because they are painted in books
C
Because art preserves them forever
D
Because gods protect them
উত্তরের বিবরণ
আর্নের গাছগুলি কখনোই পাতা হারাবে না, কারণ তারা চিরকাল খোদাই করা রূপে থেকে যাবে। এভাবে শিল্প প্রকৃতিকে সময়ের ক্ষয় থেকে রক্ষা করে অমর করে তোলে।

0
Updated: 2 days ago
What tone dominates “Ode to Psyche”?
Created: 2 days ago
A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।

0
Updated: 2 days ago
The nightingale’s song in the poem is described as—
Created: 2 days ago
A
Short-lived and fragile
B
Eternal and immortal
C
Harsh and painful
D
Silent and weak
কিটস নাইটিঙ্গেলের গানকে অবিনশ্বর মনে করেন। তিনি বলেন, হাজার বছর ধরে মানুষ এই গান শুনছে এবং শুনবে। সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। তাই গানটি চিরন্তন সৌন্দর্য ও অমরতার প্রতীক।

0
Updated: 2 days ago
Which natural element does Keats wish to drink and escape with in “Ode to a Nightingale”?
Created: 2 days ago
A
A cup of water from Thames
B
Vintage wine cooled in the deep earth
C
Fresh milk from a shepherd’s goat
D
Nectar from Mount Olympus
কিটস বলেন তিনি এমন এক প্রাচীন মদ চান, যা মাটির নিচে ঠান্ডা হয়েছে এবং যার স্বাদে ফুল, সবুজ প্রকৃতি ও গ্রামীণ জীবনের সৌন্দর্য আছে। এই মদ তাঁকে বাস্তব দুঃখ থেকে দূরে নিয়ে যাবে।

0
Updated: 22 hours ago