A
Paradox
B
Simile
C
Metaphor
D
Irony
উত্তরের বিবরণ
কিটস বলেন, শোনা সুর মিষ্টি হলেও না-শোনা সুর আরও মধুর। এটি এক ধরনের paradox—বাস্তব নয়, কিন্তু কল্পনায় স্থায়ী সৌন্দর্যের প্রতীক। শিল্পের নীরবতা ও কল্পনার শক্তিকে বোঝাতে এই কাব্যরীতি ব্যবহার হয়েছে।

0
Updated: 2 days ago
What is the central theme of “To Autumn”?
Created: 2 days ago
A
The power of imagination
B
The inevitability of death
C
The celebration of maturity and abundance
D
The cruelty of nature
এই কবিতায় শরতের প্রাচুর্য, ফলন, পূর্ণতা ও শান্ত সৌন্দর্যের উদযাপন করা হয়েছে। যদিও মৃত্যু ও ক্ষয়ের ইঙ্গিত আছে, তবুও মূল সুর হলো জীবনের পূর্ণতা ও সমৃদ্ধির আনন্দ।

0
Updated: 2 days ago
What universal truth does the urn finally declare?
Created: 2 days ago
A
“Beauty is truth, truth beauty,—that is all”
B
“Love is life, and life is short”
C
“Art is eternal, men are mortal”
D
“Time shall conquer all beauty”
কবিতার শেষ লাইনে কিটস শিল্পের অমর দার্শনিক বাণী তুলে ধরেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি মানবজীবনের ক্ষণস্থায়ীত্ব ও শিল্পের অমরত্বের মধ্যে সমন্বয় ঘটায়।

0
Updated: 2 days ago
At the beginning of the ode “Ode on Melancholy”, Keats feels—
Created: 2 days ago
A
Drowsy and numb with pain
B
Excited and cheerful
C
Strong and energetic
D
Fearless and hopeful
কবিতার শুরুতেই কিটস বলেন তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি যেন হেমলক খেয়েছেন বা আফিম খেয়ে অসাড় হয়ে আছেন। নাইটিঙ্গেলের গান তাঁকে এক ধরনের অচেতনতার দিকে নিয়ে যাচ্ছে।

0
Updated: 2 days ago