A
“Love is eternal, life is fleeting”
B
“Truth is power, and beauty is glory”
C
“Beauty is truth, truth beauty,—that is all”
D
“Time shall destroy, but art shall remain”
উত্তরের বিবরণ
শেষ লাইনে কিটস শিল্প ও জীবনের মূল দর্শন প্রকাশ করেছেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি রোমান্টিক যুগের এক অমর উক্তি, যা আর্ন ও শিল্পের চিরন্তন বার্তা।

0
Updated: 2 days ago
Which feeling dominates Keats at the beginning of the poem?
Created: 2 days ago
A
Joy and Celebration
B
Pain and Melancholy
C
Pride and Honor
D
Anger and Hatred
কবিতার শুরুতেই কিটস বলেন, তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি মদ্যপানের মতো অনুভব করছেন। তিনি জীবনের দুঃখ, মৃত্যু ও ক্ষণস্থায়ী সুখ নিয়ে গভীর বেদনা প্রকাশ করেন। তাই কবিতার মূল আবহ শোক ও বিষণ্ণতা।

0
Updated: 2 days ago
What is the central paradox of the poem?
Created: 2 days ago
A
Joy is stronger than death
B
Melancholy lives in beauty and pleasure
C
Life is endless and eternal
D
Death is a form of love
কিটস দেখান যে আনন্দ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এই ক্ষণস্থায়ীত্বই বিষণ্ণতার জন্ম দেয়। তাই দুঃখ আসলে সৌন্দর্য ও আনন্দের সঙ্গী। এটাই কবিতার মূল বৈপরীত্য বা paradox।

0
Updated: 2 days ago
Which mythological river does Keats forbid going to in the poem, “Ode on Melancholy”?
Created: 2 days ago
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
কিটস বলেন, দুঃখ এলে কেউ যেন ভুলে যাওয়ার নদী Lethe-তে না যায়। এটি ভুলে যাওয়ার প্রতীক। কবি মৃত্যু বা বিস্মৃতি নয়, বরং জীবনের সৌন্দর্যের ভেতরেই দুঃখকে বোঝার পরামর্শ দেন।

0
Updated: 2 days ago