Autumn is personified in the second stanza as—
A
A warrior with a sword
B
A farmer or harvester resting
C
A priest offering prayers
D
A child running in fields
উত্তরের বিবরণ
দ্বিতীয় স্তবকে শরৎকে কল্পনা করা হয়েছে এক কৃষক বা সংগ্রাহকের মতো। কখনও ফসল গুছিয়ে, কখনও গুদামে হেলে বসে, কখনও কাস্তে হাতে—এই মানবীয় রূপক ঋতুকে জীবন্ত করে তোলে।

0
Updated: 1 month ago
How does Keats imagine flying to the bird’s world?
Created: 1 month ago
A
On the wings of love
B
On the chariot of Apollo
C
On the wings of angels
D
On the viewless wings of Poesy
কিটস প্রথমে মদের সাহায্যে পালাতে চান, কিন্তু পরে বলেন কবিতা (Poesy)-র অদৃশ্য ডানায় তিনি নাইটিঙ্গেলের জগতে যাবেন। এভাবে কল্পনা ও কবিতা হয়ে ওঠে তাঁর মুক্তির পথ।

0
Updated: 1 month ago
Who wrote the poem To Autumn?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
W.B. Yeast
D
Lord Byron
To Autumn
-
লেখক: John Keats
-
প্রকাশ: 1820
-
ধরণ: Poem, 3 stanzas × 11 lines each
-
বিষয়: শরৎকালের আগমন, গ্রীষ্মের বিদায়, জীবনের সংক্ষিপ্ততা, উর্বরতা ও পরিপক্কতার প্রতীক
-
কবিতাটি Keats-এর অন্যতম শেষ প্রধান কবিতা
John Keats
-
English Romantic lyric poet
-
স্বল্প জীবন কাটিয়ে কবিতা ও সৌন্দর্য উদ্ভাবনের প্রতি নিবেদিত
-
অন্য নাম: Poet of Beauty
Famous Poems:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St.
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 1 month ago
What is the overarching tone of the poem?
Created: 2 weeks ago
A
Angry and resentful
B
Humorous and lighthearted
C
Reverent, contemplative, and philosophical
D
Sarcastic and cynical
একটি কবিতার tone বলতে বোঝায় বক্তার subject-এর প্রতি দৃষ্টিভঙ্গি বা attitude। John Keats-এর "Ode on a Grecian Urn" কবিতায় speaker-এর tone অনেক জটিল এবং বহুস্তরীয় হলেও মূলত তিনটি শব্দ দিয়ে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়:
-
Reverent: এখানে speaker urn-কে এক ধরনের awe এবং গভীর সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন। তিনি elevated language ব্যবহার করেছেন যেমন "still unravish'd bride of quietness," "foster-child of silence and slow time," এবং "Sylvan historian"। এই শব্দগুলো reverence-এর ভাষা, যেখানে urn-কে sacred এবং mysterious object হিসেবে দেখা হচ্ছে।
-
Contemplative: পুরো কবিতাটিই একটি গভীর meditation বা চিন্তামগ্ন প্রতিফলন। Speaker কেবল urn-এর দিকে তাকাচ্ছেন না, বরং এর চিত্রগুলো থেকে time, art, এবং human experience নিয়ে ভাবছেন। প্রথম স্তবকে যেসব ধারাবাহিক প্রশ্ন তিনি করেছেন, তা তার contemplative mood-এর স্পষ্ট নিদর্শন।
-
Philosophical: কবিতাটি ordinary observation ছাড়িয়ে profound এবং abstract প্রশ্ন নিয়ে আলোচনা করে। এখানে art এবং life, permanence এবং transience, beauty এবং truth-এর সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে। বিখ্যাত শেষ লাইনগুলো "'Beauty is truth, truth beauty'" সরাসরি একটি philosophical statement, যা speaker-এর চিন্তার চূড়ান্ত প্রকাশ।
অন্য tone-গুলোর (যেমন angry, humorous, sarcastic) অপশন সঠিক নয়, কারণ speaker urn-এর সঙ্গে সর্বদা serious, sincere এবং deeply thoughtful ভঙ্গিতে যুক্ত হয়েছেন।

0
Updated: 2 weeks ago