What universal truth does the urn finally declare?
A
“Beauty is truth, truth beauty,—that is all”
B
“Love is life, and life is short”
C
“Art is eternal, men are mortal”
D
“Time shall conquer all beauty”
উত্তরের বিবরণ
কবিতার শেষ লাইনে কিটস শিল্পের অমর দার্শনিক বাণী তুলে ধরেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি মানবজীবনের ক্ষণস্থায়ীত্ব ও শিল্পের অমরত্বের মধ্যে সমন্বয় ঘটায়।

0
Updated: 1 month ago
What famous line concludes the ode?
Created: 1 month ago
A
“Love is eternal, life is fleeting”
B
“Truth is power, and beauty is glory”
C
“Beauty is truth, truth beauty,—that is all”
D
“Time shall destroy, but art shall remain”
শেষ লাইনে কিটস শিল্প ও জীবনের মূল দর্শন প্রকাশ করেছেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি রোমান্টিক যুগের এক অমর উক্তি, যা আর্ন ও শিল্পের চিরন্তন বার্তা।

0
Updated: 1 month ago
What is the poet’s emotional desire in Ode to a Nightingale?
Created: 2 weeks ago
A
To escape from mortal pain and merge with the bird’s song
B
To capture the bird and make it silent
C
To study the bird scientifically
D
To express anger at nature
Ode to a Nightingale কবিতায় Keats তার মানবিক দুঃখ থেকে মুক্তি পেতে চেয়েছেন। পাখির গান তার মানসিক ব্যথা ভুলে যাওয়ার এক উপায়। কবি চেয়েছেন যেন সে পাখির আনন্দের সাথে মিলিত হতে পারে, এবং মৃত্যুর ভয়, দুঃখ ও সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে।
এটি কবিতার কেন্দ্রীয় আবেগ এবং আধ্যাত্মিক বার্তা। Keats প্রকৃতির মাধ্যমে শিল্প এবং কল্পনার সাহায্যে নিজের মানসিক অবস্থাকে সমাধান করতে চান।

0
Updated: 2 weeks ago
What scene is NOT described on the urn?
Created: 1 month ago
A
A lover chasing his beloved
B
A sacrifice at an altar
C
A battle of soldiers
D
A piper playing music
আর্নে দেখা যায় প্রেমিক-প্রেমিকা, সংগীতশিল্পী, উৎসর্গের দৃশ্য। কিন্তু যুদ্ধ বা সৈন্যদের যুদ্ধের কোনো বর্ণনা নেই। কিটস প্রকৃতির আনন্দ, প্রেম এবং ধর্মীয় জীবনের সৌন্দর্যই তুলে ধরেছেন।

0
Updated: 1 month ago