Why will the trees on the urn “never be bare”?
A
Because they are magical
B
Because they are painted in books
C
Because art preserves them forever
D
Because gods protect them
উত্তরের বিবরণ
আর্নের গাছগুলি কখনোই পাতা হারাবে না, কারণ তারা চিরকাল খোদাই করা রূপে থেকে যাবে। এভাবে শিল্প প্রকৃতিকে সময়ের ক্ষয় থেকে রক্ষা করে অমর করে তোলে।

0
Updated: 1 month ago
Which figure of speech is used in “Season of mists and mellow fruitfulness”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Alliteration
এখানে “mists” এবং “mellow” শব্দে একধরনের ধ্বনি-সাদৃশ্য আছে। এই alliteration কবিতাকে সুরেলা করে তোলে। একই সঙ্গে এটি শরতের নরম, শান্ত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অপশন গুলোর মধ্যে যদি Imagery থাকতো, তাহলে সেটাই হতো।

1
Updated: 1 month ago
What does Keats forbid the sufferer of melancholy to use?
Created: 1 month ago
A
Poison and deadly wolf’s-bane
B
Music and poetry
C
Flowers and perfumes
D
Dreams and visions
কবি বলেন, দুঃখ পেলে কেউ যেন বিষ (poison), উলফস-বেইন বা কোনো মারাত্মক ওষধি ব্যবহার না করে। এগুলো মৃত্যু ও বিস্মৃতির প্রতীক। কিটস জীবনকে বেছে নিতে বলেন, কারণ সৌন্দর্যের ভেতর দিয়েই সত্যিকারের বিষণ্ণতাকে বোঝা যায়।

0
Updated: 1 month ago
Why does Keats call the nightingale’s song immortal?
Created: 1 month ago
A
Because it never changes its tune
B
Because it has been heard by all ages
C
Because gods gave it eternal life
D
Because it is written in books
কিটস বলেন, প্রাচীন সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। হাজার বছর ধরে নাইটিঙ্গেলের গান একইভাবে বেজে চলেছে। তাই তিনি একে অমরতা ও চিরন্তন সৌন্দর্যের প্রতীক মনে করেন।

0
Updated: 1 month ago