What scene of ritual is carved on the urn?
A
A marriage festival
B
A village sacrifice to the gods
C
A war procession
D
A royal coronation
উত্তরের বিবরণ
আর্নে দেখা যায় একটি উৎসর্গ বা sacrifice-এর দৃশ্য। মানুষ গরু নিয়ে যাচ্ছে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। এই দৃশ্য ধর্মীয় ভক্তি ও গ্রামীণ জীবনের ঐতিহ্যকে চিত্রিত করে।

0
Updated: 1 month ago
What role does imagination play in Keats’s plan for Psyche?
Created: 1 month ago
A
It creates a palace of gold
B
It serves as a priest and temple
C
It destroys old gods
D
It hides pain of death
কিটস বলেন, তিনি নিজের কল্পনাকে পুরোহিত হিসেবে ব্যবহার করবেন। তাঁর মন হবে সাইকি দেবীর মন্দির। এখানে ফুল, নদী, পাখি, আলো—সবকিছু কল্পনা দ্বারা সৃষ্টি হবে। কল্পনার শক্তিকে তিনি পূজা ও আরাধনার রূপ দেন।

0
Updated: 1 month ago
What universal truth does the urn finally declare?
Created: 1 month ago
A
“Beauty is truth, truth beauty,—that is all”
B
“Love is life, and life is short”
C
“Art is eternal, men are mortal”
D
“Time shall conquer all beauty”
কবিতার শেষ লাইনে কিটস শিল্পের অমর দার্শনিক বাণী তুলে ধরেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি মানবজীবনের ক্ষণস্থায়ীত্ব ও শিল্পের অমরত্বের মধ্যে সমন্বয় ঘটায়।

0
Updated: 1 month ago
Which imagery does Keats use to describe the secret love of Cupid and Psyche?
Created: 1 month ago
A
They walk in a forest of gods
B
They lie in a deep secluded glade
C
They fly across the moon together
D
They dance in a palace of gold
কিটস সাইকি ও কিউপিডের প্রেমকে গোপন, নীরব আর অন্তরঙ্গ রূপে উপস্থাপন করেন। তিনি তাঁদের একটি নির্জন বনের ছায়াময় গ্লেডে বিশ্রামরত অবস্থায় কল্পনা করেন। এই দৃশ্য প্রকৃতির নীরবতার সঙ্গে মানবিক প্রেমের মিলন ঘটায়। প্রেম এখানে প্রকাশ্য উৎসব নয়, বরং গোপন অনুভূতি। এই চিত্রকল্প সাইকি দেবীর অবহেলিত অবস্থাকে আরও তীব্রভাবে প্রকাশ করে এবং দেখায় যে সৌন্দর্য ও প্রেম প্রায়ই অন্তর্নিহিত ও আড়ালে লুকিয়ে থাকে।

0
Updated: 1 month ago