A
The cry of migrating swallows
B
The roar of lions
C
The whisper of fairies
D
The hammering of blacksmiths
উত্তরের বিবরণ
শেষ স্তবকে শরতের সঙ্গীত ফুটে ওঠে। পোকামাকড়ের গুঞ্জন, মেষশাবকের ডাক, ক্রিকেটের গান, লালবুক রবিনের সিটি আর আকাশে ওড়া পাখির সুরে শরতের সংগীত গঠিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “gathering swallows twitter in the skies।”

0
Updated: 2 days ago
At the beginning of the ode “Ode on Melancholy”, Keats feels—
Created: 2 days ago
A
Drowsy and numb with pain
B
Excited and cheerful
C
Strong and energetic
D
Fearless and hopeful
কবিতার শুরুতেই কিটস বলেন তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি যেন হেমলক খেয়েছেন বা আফিম খেয়ে অসাড় হয়ে আছেন। নাইটিঙ্গেলের গান তাঁকে এক ধরনের অচেতনতার দিকে নিয়ে যাচ্ছে।

0
Updated: 2 days ago
What is unique about Psyche compared to other deities, according to Keats?
Created: 2 days ago
A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 2 days ago
Why does Keats call the nightingale’s song immortal?
Created: 2 days ago
A
Because it never changes its tune
B
Because it has been heard by all ages
C
Because gods gave it eternal life
D
Because it is written in books
কিটস বলেন, প্রাচীন সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। হাজার বছর ধরে নাইটিঙ্গেলের গান একইভাবে বেজে চলেছে। তাই তিনি একে অমরতা ও চিরন্তন সৌন্দর্যের প্রতীক মনে করেন।

0
Updated: 2 days ago