A
“The destroyer of life”
B
“The ruler of the cold wind”
C
“The close bosom-friend of the maturing sun”
D
“The queen of night”
উত্তরের বিবরণ
কিটস শরৎ ঋতুকে সূর্যের অন্তরঙ্গ বন্ধু বলেছেন। সূর্য আর শরৎ একসঙ্গে ফল পাকায়, বীজ ভরিয়ে তোলে এবং প্রকৃতিকে পূর্ণতা দেয়। এই বন্ধুত্ব প্রকৃতির পরিপূর্ণতা ও সমৃদ্ধির প্রতীক।

0
Updated: 2 days ago
What universal truth does the urn finally declare?
Created: 2 days ago
A
“Beauty is truth, truth beauty,—that is all”
B
“Love is life, and life is short”
C
“Art is eternal, men are mortal”
D
“Time shall conquer all beauty”
কবিতার শেষ লাইনে কিটস শিল্পের অমর দার্শনিক বাণী তুলে ধরেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি মানবজীবনের ক্ষণস্থায়ীত্ব ও শিল্পের অমরত্বের মধ্যে সমন্বয় ঘটায়।

0
Updated: 2 days ago
Which poet is known for the “Negative Capability” concept?
Created: 2 weeks ago
A
John Keats
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
Percy Bysshe Shelley

0
Updated: 2 weeks ago
What is the central theme of “Ode to Psyche”?
Created: 2 days ago
A
Power of imagination and inner worship
B
Fear of death and loss
C
Nature’s destructive force
D
War and patriotism
কিটসের এই কবিতায় মূলত কল্পনার শক্তি ও অন্তর্গত ভক্তি প্রকাশ পেয়েছে। বাইরের জগতে সাইকি অবহেলিত হলেও, কবি তাঁর মনে একটি সুন্দর রাজ্য গড়ে দেন। এটি রোমান্টিক যুগের সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যে কল্পনা ও সৌন্দর্যের পূজা মানুষের আত্মাকে মুক্তি দেয়।

0
Updated: 2 days ago