A
Joy is stronger than death
B
Melancholy lives in beauty and pleasure
C
Life is endless and eternal
D
Death is a form of love
উত্তরের বিবরণ
কিটস দেখান যে আনন্দ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এই ক্ষণস্থায়ীত্বই বিষণ্ণতার জন্ম দেয়। তাই দুঃখ আসলে সৌন্দর্য ও আনন্দের সঙ্গী। এটাই কবিতার মূল বৈপরীত্য বা paradox।

0
Updated: 2 days ago
The nightingale’s song in the poem is described as—
Created: 2 days ago
A
Short-lived and fragile
B
Eternal and immortal
C
Harsh and painful
D
Silent and weak
কিটস নাইটিঙ্গেলের গানকে অবিনশ্বর মনে করেন। তিনি বলেন, হাজার বছর ধরে মানুষ এই গান শুনছে এবং শুনবে। সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। তাই গানটি চিরন্তন সৌন্দর্য ও অমরতার প্রতীক।

0
Updated: 2 days ago
The goddess Melancholy dwells closely with—
Created: 2 days ago
A
Hatred and Despair
B
Beauty and Joy
C
War and Bloodshed
D
Death and Silence
কিটসের মতে, দুঃখ (Melancholy) সবসময় সৌন্দর্য ও আনন্দের সঙ্গে থাকে। আনন্দের গভীরতাতেই দুঃখ লুকিয়ে থাকে। সুন্দর ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়—এসবেই বিষণ্ণতার আবাস। এভাবেই তিনি সৌন্দর্য ও দুঃখকে একসঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 2 days ago
Which image shows abundance in the first stanza in “To Autumn?
Created: 2 days ago
A
Bees buzzing around flowers
B
Crows flying in the sky
C
Thunderstorm in the valley
D
A shepherd with his sheep
কিটস মৌমাছির গুঞ্জনকে শরতের প্রাচুর্যের চিহ্ন করেছেন। ফুলে ফুলে মধু ভরে ওঠে, মৌমাছিরা মনে করে “summer has o’er-brimm’d their clammy cells।” এভাবে প্রকৃতির ভরপুর অবস্থাকে কবি জীবন্ত করে তোলেন।

0
Updated: 2 days ago