Why are the lovers on the urn “happy”?
A
Because they will soon marry
B
Because they have conquered a kingdom
C
Because they will never fade or die
D
Because they are blessed by gods
উত্তরের বিবরণ
কিটস বলেন, আর্নের প্রেমিক-প্রেমিকা চিরকাল প্রেমের মুহূর্তে থেমে থাকবে। তারা বুড়ো হবে না, সৌন্দর্য ম্লান হবে না। যদিও তারা কখনও একত্র হবে না, তবুও তাদের প্রেম অমর।

0
Updated: 1 month ago
"Lamia" by John Keats is a -
Created: 3 weeks ago
A
Narrative poem
B
Satire
C
Short story
D
Novel
“Lamia” ও John Keats
-
"Lamia" হলো একটি narrative poem, যা ১৮১৯ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতাটি প্রেরণা পেয়েছে Robert Burton-এর Anatomy of Melancholy থেকে।
সংক্ষিপ্ত গল্প:
-
Lamia ছিলেন এক সুন্দরী নারী, যিনি শাস্তির কারণে বিষাক্ত সাপে পরিণত হন।
-
দেবতা Hermes তার সাহায্য করলে Lamia আবার মানুষের রূপ ফিরে পান।
-
Lamia Corinth নগরীতে গিয়ে Lycius নামের এক তরুণের প্রতি প্রেম অনুভব করেন।
-
Lamia তার জাদু দিয়ে Lycius কে মুগ্ধ করেন এবং তারা একসাথে সুখী জীবন শুরু করেন।
-
Lycius তার দার্শনিক শিক্ষক Apollonius এর উপদেশ উপেক্ষা করে Lamia-এর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
-
বিয়ের অনুষ্ঠানে Apollonius Lamia-এর আসল পরিচয় প্রকাশ করেন এবং জানান যে তিনি এক সময় সাপ ছিলেন।
-
সত্য ফাঁস হবার সঙ্গে সঙ্গেই Lamia রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যান এবং Lycius শোকে মারা যান।
John Keats (1795–1821):
-
British Romantic Poet, যিনি ছোট জীবনকালেও কাব্যকলা ও চিত্রভাষায় অনন্য প্রতিভা প্রদর্শন করেন।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet।
বিশিষ্ট রচনা:
-
Poems: Ode to Psyche, Ode to a Nightingale, Ode on a Grecian Urn, To Autumn, Ode on Melancholy, Isabella, Lamia

0
Updated: 3 weeks ago
What tone dominates “Ode to Psyche”?
Created: 1 month ago
A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।

0
Updated: 1 month ago
Which mythological river does Keats forbid going to in the poem, “Ode on Melancholy”?
Created: 1 month ago
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
কিটস বলেন, দুঃখ এলে কেউ যেন ভুলে যাওয়ার নদী Lethe-তে না যায়। এটি ভুলে যাওয়ার প্রতীক। কবি মৃত্যু বা বিস্মৃতি নয়, বরং জীবনের সৌন্দর্যের ভেতরেই দুঃখকে বোঝার পরামর্শ দেন।

0
Updated: 1 month ago