A
In temples of gods
B
In flowers, beauty, and joy
C
In the battlefield
D
In deep caves and tombs
উত্তরের বিবরণ
কিটস বলেন, প্রকৃত বিষণ্ণতা অনুভব করতে হলে জীবনের সৌন্দর্যের দিকে তাকাতে হবে। গোলাপ, রং, প্রেম, সৌন্দর্য—সব জায়গায়ই দুঃখ লুকিয়ে আছে। তাই আনন্দ ও সৌন্দর্যের মধ্য দিয়েই মানুষ বিষণ্ণতাকে চিনতে পারে।

1
Updated: 2 days ago
Which mythological river does Keats forbid going to in the poem, “Ode on Melancholy”?
Created: 2 days ago
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
কিটস বলেন, দুঃখ এলে কেউ যেন ভুলে যাওয়ার নদী Lethe-তে না যায়। এটি ভুলে যাওয়ার প্রতীক। কবি মৃত্যু বা বিস্মৃতি নয়, বরং জীবনের সৌন্দর্যের ভেতরেই দুঃখকে বোঝার পরামর্শ দেন।

0
Updated: 2 days ago
Which image does Keats use to describe Cupid and Psyche together?
Created: 2 days ago
A
A king and queen on a throne
B
A sailor and the sea
C
A shepherd and his sheep
D
Lovers lying in a secret garden
কিটস কিউপিড ও সাইকিকে একসঙ্গে একটি বাগানে বিশ্রামরত প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখিয়েছেন। এটি প্রেমের অন্তরঙ্গতা ও শান্তির প্রতীক। কবি কল্পনার মাধ্যমে প্রেমকে পবিত্র ও দেবত্বের উচ্চতায় উন্নীত করেছেন।

0
Updated: 2 days ago
In the second stanza of “To Autumn?, Autumn is personified as—
Created: 2 days ago
A
A farmer sleeping on the floor
B
A woman sitting carelessly
C
A hunter chasing birds
D
A child playing in the field
কিটস শরৎকে এক নারীর রূপে কল্পনা করেন—যে গুদামে বসে আছে, কখনও কাস্তে হাতে, কখনও অলসভাবে হেলে বসে। এই personification ঋতুকে মানবীয় রূপ দেয়, যা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য।

1
Updated: 2 days ago