A
Hatred and Despair
B
Beauty and Joy
C
War and Bloodshed
D
Death and Silence
উত্তরের বিবরণ
কিটসের মতে, দুঃখ (Melancholy) সবসময় সৌন্দর্য ও আনন্দের সঙ্গে থাকে। আনন্দের গভীরতাতেই দুঃখ লুকিয়ে থাকে। সুন্দর ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়—এসবেই বিষণ্ণতার আবাস। এভাবেই তিনি সৌন্দর্য ও দুঃখকে একসঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 2 days ago
Why does Keats call the urn “foster-child of silence and slow time”?
Created: 2 days ago
A
Because it was made by gods
B
Because art outlives human life and history
C
Because it is forgotten in temples
D
Because it belongs to the night
কিটস আর্নকে “foster-child of silence and slow time” বলেন কারণ এটি যুগের পর যুগ টিকে থাকে। মানুষ মরে যায়, সভ্যতা বদলে যায়, কিন্তু শিল্প নীরবভাবে সময়ের সীমানা অতিক্রম করে অমর থেকে যায়।

0
Updated: 2 days ago
In “Ode on Melancholy,” Keats advises not to seek relief in—
Created: 2 days ago
A
Death and Oblivion
B
Poetry and Art
C
Love and Beauty
D
Nature and Joy
কবি বলেন, দুঃখের সময় মানুষ যেন আত্মহত্যা, বিস্মৃতি বা মৃত্যুতে মুক্তি খোঁজে না। তিনি স্পষ্ট বলেন “No, no, go not to Lethe”। অর্থাৎ লিথি নদীর (ভুলে যাওয়ার প্রতীক) কাছে গিয়ে আত্মসমর্পণ করা যাবে না।

0
Updated: 2 days ago
What does Keats wish for to join the nightingale’s world?
Created: 2 days ago
A
A chariot of fire
B
The wings of imagination
C
A magic sword
D
A crown of glory
কিটস প্রথমে ওয়াইনের মাধ্যমে পালাতে চান, কিন্তু পরে বলেন তিনি কল্পনার ডানা ব্যবহার করে নাইটিঙ্গেলের জগতে প্রবেশ করবেন। কল্পনার মাধ্যমে তিনি পাখির মতো স্বাধীন, দুঃখহীন ও অমর জগতে পৌঁছাতে চান।

0
Updated: 2 days ago