Which sound is part of Autumn’s “music”?
A
The cry of migrating swallows
B
The roar of lions
C
The whisper of fairies
D
The hammering of blacksmiths
উত্তরের বিবরণ
শেষ স্তবকে শরতের সঙ্গীত ফুটে ওঠে। পোকামাকড়ের গুঞ্জন, মেষশাবকের ডাক, ক্রিকেটের গান, লালবুক রবিনের সিটি আর আকাশে ওড়া পাখির সুরে শরতের সংগীত গঠিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “gathering swallows twitter in the skies।”

0
Updated: 1 month ago
What sounds create the “music of Autumn” in the final stanza?
Created: 1 month ago
A
Swallows twittering, gnats mourning, and lambs bleating
B
Lions roaring and wolves howling
C
Soldiers marching and drums beating
D
Priests chanting and bells ringing
শেষ স্তবকে কিটস শরতের সঙ্গীত তুলে ধরেন—নদীর ধারে পোকামাকড়ের গুঞ্জন, পাহাড়ে ভেড়ার ডাক, ক্রিকেটের সুর, রবিনের গান, আকাশে ওড়া পাখির সঙ্গীত। এগুলো শরতের শান্ত সুরভি তৈরি করে।

0
Updated: 1 month ago
Which imagery does Keats use to describe the secret love of Cupid and Psyche?
Created: 1 month ago
A
They walk in a forest of gods
B
They lie in a deep secluded glade
C
They fly across the moon together
D
They dance in a palace of gold
কিটস সাইকি ও কিউপিডের প্রেমকে গোপন, নীরব আর অন্তরঙ্গ রূপে উপস্থাপন করেন। তিনি তাঁদের একটি নির্জন বনের ছায়াময় গ্লেডে বিশ্রামরত অবস্থায় কল্পনা করেন। এই দৃশ্য প্রকৃতির নীরবতার সঙ্গে মানবিক প্রেমের মিলন ঘটায়। প্রেম এখানে প্রকাশ্য উৎসব নয়, বরং গোপন অনুভূতি। এই চিত্রকল্প সাইকি দেবীর অবহেলিত অবস্থাকে আরও তীব্রভাবে প্রকাশ করে এবং দেখায় যে সৌন্দর্য ও প্রেম প্রায়ই অন্তর্নিহিত ও আড়ালে লুকিয়ে থাকে।

0
Updated: 1 month ago
Which figure of speech is used in “Season of mists and mellow fruitfulness”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Alliteration
এখানে “mists” এবং “mellow” শব্দে একধরনের ধ্বনি-সাদৃশ্য আছে। এই alliteration কবিতাকে সুরেলা করে তোলে। একই সঙ্গে এটি শরতের নরম, শান্ত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অপশন গুলোর মধ্যে যদি Imagery থাকতো, তাহলে সেটাই হতো।

1
Updated: 1 month ago