A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
উত্তরের বিবরণ
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।

0
Updated: 2 days ago
What is the central theme of “To Autumn”?
Created: 2 days ago
A
The power of imagination
B
The inevitability of death
C
The celebration of maturity and abundance
D
The cruelty of nature
এই কবিতায় শরতের প্রাচুর্য, ফলন, পূর্ণতা ও শান্ত সৌন্দর্যের উদযাপন করা হয়েছে। যদিও মৃত্যু ও ক্ষয়ের ইঙ্গিত আছে, তবুও মূল সুর হলো জীবনের পূর্ণতা ও সমৃদ্ধির আনন্দ।

0
Updated: 2 days ago
Which image does Keats use to describe Cupid and Psyche together?
Created: 2 days ago
A
A king and queen on a throne
B
A sailor and the sea
C
A shepherd and his sheep
D
Lovers lying in a secret garden
কিটস কিউপিড ও সাইকিকে একসঙ্গে একটি বাগানে বিশ্রামরত প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখিয়েছেন। এটি প্রেমের অন্তরঙ্গতা ও শান্তির প্রতীক। কবি কল্পনার মাধ্যমে প্রেমকে পবিত্র ও দেবত্বের উচ্চতায় উন্নীত করেছেন।

0
Updated: 2 days ago
Which poisonous plant is mentioned in the poem “Ode on Melancholy”?
Created: 2 days ago
A
Hemlock
B
Poppy
C
Wolf’s-bane
D
Belladonna
কিটস বলেন, কেউ যেন দুঃখের সময় “wolf’s-bane” ব্যবহার না করে। এটি এক বিষাক্ত উদ্ভিদ, যা মৃত্যু ডেকে আনে। এই উপমা দিয়ে কিটস দেখিয়েছেন মৃত্যুতে নয়, জীবনে থেকেই দুঃখকে বুঝতে হবে।

0
Updated: 2 days ago